একঝলক (২২ সেপ্টেম্বর ২০২৪)

১ / ৮
পলি পড়ে একেবারে সরু হয়ে গেছে শোলমারী নদী। এখন আর নদীতে তেমন পানি থাকে না। ভাটার সময় নদীতে নৌকা ঠেলে যাচ্ছেন একজন। গুপ্তমারী, বটিয়াঘাটা, খুলনা, ২২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৮
রাঙামাটিতে সড়ক অবরোধে যান চলাচল বন্ধ। এতে শহরে শাকসবজি ও নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। শহরের কালিন্দপুরের মুখে এক ব্যক্তি কিছু শাকসবজি বিক্রি করতে এসেছেন, তাঁকে ঘিরে ক্রেতাদের ভিড়। কালিন্দপুর, রাঙামাটি, ২২ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৮
শিকারের অপেক্ষায় ওত পেত আছে বক। জালশুকা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ৮
জাল থেকে বড়–ছোট আকারের মাছ বাছাই করে নিচ্ছেন মৎস্যশিকারিরা। বানাশুয়া এলাকা, ২২ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৫ / ৮
বর্ষা মৌসুম শেষ। ধানখেতের পানি শুকিয়ে আসছে। খেতের অল্প পানিতে মাছ শিকারে নেমেছেন এক ব্যক্তি। দাঁড়কামারীপাড়া, শাজাহানপুর, বগুড়া, ২২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ৮
পুরোনো খবরের কাগজ দিয়ে একটি একটি করে মুড়িয়ে লাউ ঢাকায় পাঠাচ্ছেন পাইকার। এভাবে ট্রাকের দীর্ঘ যাত্রায় লাউ অক্ষত থাকে। মোলংহাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৮
বাণিজ্যিকভাবে বীজতলা তৈরি করেছেন কৃষক মফিজ মিয়া। রোপণ করেছেন ফুলকপিসহ শীতকালীন অন্যান্য সবজির চারা। প্রতিটি চারা আকার ও মানভেদে ভিন্ন দামে বিক্রি হয়। সুবর্ণপুর গ্রাম, কুমিল্লা, ২২ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৮ / ৮
তীব্র রোদ থেকে রক্ষা পেতে প্লাস্টিকের গামলা মাথায় দিয়ে জমি থেকে শাক তুলে আনছেন এই কিষানি। খানপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম