অভয়ারণ্যের পাখিরা

পাখির কলকাকলিতে মুগ্ধ হতে চাইলে অনায়াসে যেতে পারেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাজারিখিল বন্য প্রাণী অভয়ারণ্যে। এখানে দেখা মিলবে নানা প্রজাতির প্রাণী ও পাখির। বিপন্নপ্রায় কাঠময়ূর ও মথুরার দেখা পাওয়া যায় এখানে। সম্প্রতি অভয়ারণ্য ঘুরে ছবিগুলো তোলা—

১ / ১১
ভোরের আলোয় দেখা মেলে স্ত্রী ও পুরুষ কালো মথুরার
২ / ১১
গাছের ডালে বসে আছে সবুজ ডানার বাঁশঘুঘু
৩ / ১১
গাছের ডালে উড়ে এসে বসেছে একটি ধলাকোমর শ্যামা
৪ / ১১
হলুদ–সাদার মিশেলে অপূর্ব সুন্দর উদয়ী ধলাচোখ
৫ / ১১
সবুজ পাতার ফাঁকে ধূসর পাখি দাগি ছাতারে
৬ / ১১
গাছের ডালে বসে আছে একটি নীলকণ্ঠ পাখি
৭ / ১১
কালোর মাঝে লালের মিশেলে সিঁদুরে ফুলঝুরি পাখি
৮ / ১১
ব্যতিক্রমী ঠোঁটের কারণে নজর কাড়ে উদয়ী পাকড়া ধনেশ পাখি
৯ / ১১
খাবার খুঁজছে একটি লালগলা ফিদ্দা পাখি
১০ / ১১
শিকারের অপেক্ষায় ছোট্ট একটি নীলকান মাছরাঙা
১১ / ১১
সবুজ রঙের সুন্দর একটি পাখি পাতি সবুজ তাউরা