সিলেটের গোয়াইনঘাট উপজেলার শত বছরের পুরোনো হাট সালুটিকর। প্রতিবছরই বর্ষা শুরুর আগে থেকে নৌকার হাট বসে এখানে। বর্ষায় পানিতে টইটম্বুর থাকা হাওর-বিল ও নদ-নদীতে নৌকায় যাতায়াত করেন হাওর অঞ্চলের মানুষ। সিলেটের বিভিন্ন এলাকার মানুষ এখান থেকে নৌকা কিনে নিয়ে যান। বিকিকিনিও বেশ ভালো হয়। ছোট-বড় ও মানভেদে নৌকা বিক্রি হয় ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৩ জুনছবি: আনিস মাহমুদ