একঝলক (১৩ জুন, ২০২৩)

১ / ১৬
জমি থেকে পাকা কালাই সংগ্রহ করা হচ্ছে। এই দানা থেকে তৈরি হবে কালাই ডাল। প্রতি কেজি কালাই সংগ্রহের জন্য একেকজনকে দেওয়া হয় ১৫ টাকা করে। দেবোত্তর, আটঘরিয়া, পাবনা, ১৩ জুন
ছবি: হাসান মাহমুদ
২ / ১৬
সংরক্ষণ করে রাখার জন্য শুকানো হচ্ছে খড়। তবে সড়কে এভাবে খড় শুকানোর কারণে থাকে দুর্ঘটনার ঝুঁকি। পুস্তিগাছা-সিংগা সড়ক, পাবনা, ১৩ জুন
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৬
বৃষ্টি থেকে বাঁচতে পলিথিনে শরীর মুড়িয়ে রিকশাভ্যান চালাচ্ছেন এক চালক। রংপুর নগরের সিটি করপোরেশন কার্যালয়ের সামনে, ১৩ জুন
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৬
সড়কে যে যার মতো করে চলছে। এমন অসচেতনভাবে চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৩ জুন
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৬
সুরমা নদীতে এখন নতুন পানি। জাল ফেলে মাছ শিকারে দিন কাটছে অনেকের। কুশিঘাট এলাকা, সিলেট, ১৩ জুন
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
খামার থেকে ট্রাকে করে ডিম এনে নামানো হচ্ছে দোকানে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শিবগঞ্জ এলাকা, সিলেট, ১৩ জুন
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ ধরা চলছেই। আবার এই জাল পাড়ে শুকাতে দিলে উচ্ছিষ্ট মাছ খেতে গিয়ে আটকা পড়ে মারা পড়ছে পাখি। নতুন পাড়া বদ্ধ জলমহাল, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ জুন
ছবি: এম রাশেদুল হক
৮ / ১৬
তৃষ্ণার্ত শালিকের জল পান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা, ১৩ জুন
ছবি: শামসুল হক
৯ / ১৬
বগুড়া শহরের রাজাবাজার আড়ত থেকে ৫ বস্তা পেঁয়াজ প্রতি বস্তা ৫০০ টাকায় কিনেছেন ব্যবসায়ী বাবলু মোল্লা। ভারত থেকে আমদানি করা এসব পেঁয়াজ বিক্রির জন্য রোদে শুকাতে দিয়েছেন তিনি। শহরদিঘী, বগুড়া, ১৩ জুন
ছবি: সোয়েল রানা
১০ / ১৬
কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ বাজারসংলগ্ন রেললাইনের ওপর বসেছে বিভিন্ন ফলের বাজার। দৌলতগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ১৩ জুন
ছবি: এম সাদেক
১১ / ১৬
দূর আকাশে উড়ে বেড়াচ্ছে একঝাঁক পাতি সরালি। ভদ্রদিঘী, নন্দীগ্রাম, বগুড়া, ১৩ জুন
ছবি: সোয়েল রানা
১২ / ১৬
কাজের ফাঁকে বাড়ির সামনে গাছের ছায়ায় পুরোনো কাপড় দিয়ে কাঁথা তৈরি করছেন গৃহবধূ সাহেদা বেগম। ধোপাকান্দি এলাকা, মাচ্চর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ১৩ জুন
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার শত বছরের পুরোনো হাট সালুটিকর। প্রতিবছরই বর্ষা শুরুর আগে থেকে নৌকার হাট বসে এখানে। বর্ষায় পানিতে টইটম্বুর থাকা হাওর-বিল ও নদ-নদীতে নৌকায় যাতায়াত করেন হাওর অঞ্চলের মানুষ। সিলেটের বিভিন্ন এলাকার মানুষ এখান থেকে নৌকা কিনে নিয়ে যান। বিকিকিনিও বেশ ভালো হয়। ছোট-বড় ও মানভেদে নৌকা বিক্রি হয় ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৩ জুন
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৬
মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার অবৈধ যান নছিমন দাপিয়ে বেড়াচ্ছে। পেছনে গরু আর সামনে মানুষ নিয়ে ছুটে চলেছে নছিমন। ঢাকা-খুলনা মহাসড়ক, বদরপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৩ জুন
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৬
হাতজালে ছোট মাছ শিকারে নেমেছেন এক ব্যক্তি। কর্ণফুলী নদীতে সমুদ্রের জোয়ারের সময় কাপ্তাই বাঁধের নিচে মাছের আনাগোনা হয় বেশ। তাই সে সময় মাছ শিকার করেন স্থানীয় লোকজন। কাপ্তাই কর্ণফুলী মুখ বিট এলাকা, রাঙামাটি, ১৩ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৬
কিছুক্ষণের বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরের বেশ কিছু সড়ক। দুর্ভোগে পড়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীরা। বিকল হয়ে পড়েছে বিভিন্ন যানবাহন। টমা হাসপাতালের সামনের সড়ক, কুমিল্লা, ১৩ জুন
ছবি: এম সাদেক