একঝলক (৬ জানুয়ারি ২০২৫)

১ / ১৭
বুনো ফুলে মধুর খোঁজে প্রজাপতি। হাঁড়িখালী, তেরোখাদা, খুলনা, ৬ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৭
ঘেরের মাছ ধরার জাল সকালের রোদে বসে মেরামত করছেন মৎস্যজীবীরা। আজগড়া, তেরোখাদা, খুলনা, ৬ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৭
শীতের সকালে হাওরের পাশের খালে জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ৬ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৭
শীতের সকালে কাজের অপেক্ষায় দিনমজুর। শাপলা চত্বর , রংপুর, ৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
শীত মৌসুমে নানা আয়োজনে ফুলের চাহিদা বেড়ে যায়। তাই ব্যস্ত সময় পার করছেন ফুল বিক্রেতারা। নিউ ইঞ্জিনিয়ারপাড়া , রংপুর, ৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৭
উত্তরের জেলা পাবনাতেও জেঁকে বসেছে শীত। গরম কাপড় জড়িয়ে এর মধ্যে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন কর্মজীবী। যদিও মহাসড়কে এসব যান চলাচল ঝুঁকিপূর্ণ। মনোহরপুর, পাবনা-ঈশ্বরদী মহাসড়ক, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৭
গাছের মগডালে বসে আছে একঝাঁক বক। সেউজগাড়ি কারমাইকেল সড়ক, বগুড়া, ৬ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৮ / ১৭
জমিতে বোরো ধানের চারা রোপণের সময় এসেছে। বীজতলা থেকে ভ্যানে করে চারা নিয়ে মাঠে যাচ্ছেন নারী শ্রমিকেরা। তাম্বুলখানা, ফরিদপুর, ৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন নারী শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৬ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৭
খেজুরের রস সংগ্রহের জন্য বাঁধা হচ্ছে হাঁড়ি। হাইল হাওরপারের ছিকরাইল, মৌলভীবাজার, ৫ জানুয়ারি
ছবি: প্রথম আলো
১১ / ১৭
একজন ক্রেতার চাহিদা অনুযায়ী ফুলের টব তৈরি করছেন মৃৎশিল্পী নিমাই চন্দ্র পাল। প্রতিটি টব তৈরির বিনিময়ে নেবেন ১৮০ থেকে ৫৬০ টাকা। সারা বছরই মৃৎশিল্পের কাজ করতে হয় তাঁকে। দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ৬ জানুয়ারি
ছবি: এম সাদেক
১২ / ১৭
বিক্রির জন্য ট্রলারে করে কলাসহ বিভিন্ন ফলমূল রাঙামাটি শহরে নিয়ে যাচ্ছেন চাষিরা। রিজার্ভ বাজার, রাঙামাটি, ৬ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৭
শালবন বিহারের সামনে সড়কের পাশে ছোট্ট দোকান। সেখানে কাঠ দিয়ে তৈরি বিভিন্ন নাম রং করে বিক্রি করেন আবুল কালাম। প্রতিটির দাম ৬০ টাকা। কোটবাড়ী, কুমিল্লা, ৬ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৪ / ১৭
কীর্তনখোলা নদীতে নৌকায় বইঠা হাতে এক শিশু। নৌকার মধ্যে রান্নায় ব্যস্ত তার মা। বেদে পরিবারের অনেকেই এভাবে নৌকায় জীবন যাপন করেন। চরবাড়িয়া, বরিশাল, ৬ জানুয়ারি
ছবি: সাইয়ান
১৫ / ১৭
খেত থেকে শিম তুলে এনেছে শিশুরা। চলছে বাছাই। কুহালং, বান্দরবান, ৬ জানুয়ারি
ছবি: মংহাইসিং মারমা
১৬ / ১৭
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। কুমিল্লা, ৬ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৭ / ১৭
শীতের মৌসুমে শর্ষেখেতে শুরু হয়েছে কৃত্রিম পদ্ধতিতে মধু চাষ। মধু সংগ্রহের জন্য রাখা চাকের বাক্স থেকে সরানো হচ্ছে মৌমাছি। মদনখালী, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ৬ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম