শহরের সাপ্তাহিক হাটে বাগানের কলাসহ বিভিন্ন ফলমূল বিক্রি করতে নৌপথে যাত্রা। কাপ্তাই হ্রদ, রিজার্ভ বাজার, রাঙামাটি, ১৪ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
২ / ৮
টাটকা শাকসবজি বেচাকেনা হয় সাপ্তাহিক হাটে। বন্যার কারণে সমতল এলাকা থেকে শাকসবজি কম আসায় হাটে জুমচাষিদের ফসলের চাহিদা রয়েছে বেশ। শশী দেওয়ানপাড়া, রাঙামাটি, ১৪ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৮
সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়কের বয়রা-মুজগুন্নী এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে ভোগান্তি দেখা দেয়। মুজগুন্নী, খুলনা, ১৪ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৪ / ৮
সাইকেলের টায়ার নিয়ে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। জানপুর, রংপুর, ১৪ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৫ / ৮
জমিতে কাজ করা কৃষকের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এক নারী। চানকুঠি, রংপুর, ১৪ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৬ / ৮
গাছে ঝুলে আছে বাহারি রঙের বিশেষ জাতের পাম ফল। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ১৪ সেপ্টেম্বরছবি: সাদিক মৃধা
৭ / ৮
মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন এক তরুণ। এমন অসচেতন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। মোমিনখলা, সিলেট, ১৪ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৮ / ৮
নগরের প্রধান প্রবেশমুখ হুমায়ুন রশীদ চত্বর। ব্যস্ততম এই এলাকায় সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করায় সারা দিন বিশৃঙ্খলা লেগেই থাকে এখানে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৪ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ