দীর্ঘদিন ধরে সড়কটি দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ চলছে। এতে খুলনা শিপইয়ার্ড সড়ক বেহাল। ধুলাবালু যেন না ওড়ে, সে জন্য সড়কে পানি ঢালা হয়েছে। এতে ছোটখাটো গর্তে জলাবদ্ধতা তৈরি হয়ে ভোগান্তি বেড়েছে আরও। শিপইয়ার্ড, খুলনা, ৩১ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
মাসের শেষে অনেকেই বাড়ি পরিবর্তন করতে ব্যস্ত। জিনিসপত্র স্থানান্তর করতে ব্যবহার করা হচ্ছে ঠেলাগাড়ি। কেডিএ অ্যাভিনিউ, খুলনা, ৩১ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার প্রাথমিক পর্যায়ের ২০০ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়। গোদাগাড়ী, রাজশাহী, ৩১ অক্টোবরছবি: আনোয়ার হোসেন
৪ / ১৬
হেমন্তে কমে গেছে হাওরের পানি। অবশিষ্ট পানি সেচে দল বেঁধে মাছ ধরছেন হাওরপাড়ের মানুষ। উফতার হাওর, সিলেট, ৩১ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৫ / ১৬
প্রায় ২০ বছর ধরে হরেক পণ্য ফেরি করে বিক্রি করেন মুহিব উদ্দিন। গ্রামগঞ্জের পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে তিনি এসব পণ্য বিক্রি করেন, তা দিয়েই চলে চার সদস্যের পরিবারের খরচ। বাইশটিলা, সিলেট, ৩১ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয় চা-শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ তুলে দেয় সিলেটে প্রথম আলো বন্ধুসভা। ৩১ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
প্রকৃতিতে এখন বইছে হিমেল হাওয়া। শীতের প্রস্তুতিতে পুরোনো শাড়ি দিয়ে বাড়ির উঠানে বসে শীতের কাঁথা তৈরি করছেন দুই গৃহবধূ। বিল মামুদপুর, ফরিদপুর, ৩১ অক্টোবরছবি: আলীমুজ্জামান
৮ / ১৬
সারা দেশে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম, অবহেলা ও রোগীর স্বজনদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। শহীদ ড. শামসুজ্জোহা চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩১ অক্টোবরছবি: শফিকুল ইসলাম
৯ / ১৬
প্রথম আলো বন্ধুসভার মাদকবিরোধী প্রচার ‘মাদককে না’ বলে দুই হাজার শিক্ষার্থীর শপথ। জি এ একাডেমি হাইস্কুল, ফেনী, ৩১ অক্টোবরছবি: প্রথম আলো
১০ / ১৬
কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ৩১ অক্টোবরছবি: এম সাদেক
১১ / ১৬
আগামী ৫ নভেম্বর গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও বরিশাল মহানগর বিএনপির নেতা-কর্মীরা। গির্জা মহল্লা, বরিশাল, ৩১ অক্টোবরছবি: সাইয়ান
১২ / ১৬
স্কুলপড়ুয়া আবু বকর বিল থেকে শাপলা তুলেছে। ১০ আঁটি শাপলা-শালুক তুলে প্রতি আঁটি ৫ টাকা বিক্রি করবে। ভ্যানচালক বাবার অভাবের সংসার। তাই শাপলা বিক্রিসহ ছোটখাটো বিভিন্ন কাজ করে পড়াশোনার খরচ চালায় আবু বকর। লাখোহাটি, দিঘলিয়া, খুলনা, ৩১ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৬
নদের পানি কমে যাওয়ায় জাল ফেলে মাছ ধরছেন এক শৌখিন মাছশিকারি। দমদমা, রংপুর ৩১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৬
সাতসকালে হাঁসের দল নিয়ে বিলের দিকে যাচ্ছেন এক ব্যক্তি। বত্তর বিল, রংপুর ৩১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৬
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষে পদ্মা নদীতে পুরোদমে মাছ শিকারে নেমেছেন জেলেরা। কুয়াশা ঢাকা ভোরের আলোয় নদীর বুকে জেলেদের ব্যস্ততা বেড়েছে। চর কোমরপুর, পাবনা, ৩১ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১৬ / ১৬
গবাদিপশুর জন্য চরের মাঠ থেকে ঘাস কেটে ফিরছেন কৃষক। ঘাসের আঁটি ঘোড়ার গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছেন তিনি। পদ্মার চর, দোগাছি, পাবনা,৩১ অক্টোবরছবি: হাসান মাহমুদ