রংবেরঙের বেলুন নিয়ে বেরিয়েছেন এই বিক্রেতা। ধরনভেদে প্রতিটি বেলুনের দাম ১০০ ও ২০০ টাকা। জিন্দাবাজার, সিলেট, ১ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৪ / ১৯
ইঞ্জিনচালিত ভ্যানে আনা ধানভর্তি বস্তা মোকামে নিচ্ছেন এক শ্রমিক। ছলিমপুর, কলাপাড়া, পটুয়াখালী, ১ জানুয়ারিছবি: সাইয়ান
১৫ / ১৯
বছরের প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পেয়েছে। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত এক শিশু নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছে। চরমাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর, ফরিদপুর, ১ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
১৬ / ১৯
বালু-নুড়ি-পাথরের ওপর এসে বসেছে দুটি প্রজাপতি। চৌধুরীছড়া মুখ, রাঙামাটি, ১ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ১৯
হালি পেঁয়াজ রোপণের মৌসুম শুরু হয়েছে। খেত প্রস্তুত শেষে দলবেঁধে হালি পেঁয়াজ রোপণ করছেন কৃষকেরা। আদমপুর, ফরিদপুর, ১ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
১৮ / ১৯
কুয়াকাটা সমুদ্রসৈকতে জাল দিয়ে মাছ ধরছেন কয়েকজন। কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী, ১ জানুয়ারিছবি: সাইয়ান
১৯ / ১৯
ফারিন ও ফারিহা দুই যমজ বোন। তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়ে বছরের প্রথম দিন বিদ্যালয়ে এসেছে তাদের নানির সঙ্গে। বিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি ধরে রাখতে মুঠোফোনে তাদের ছবি তুলছেন নানি। বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ১ জানুয়ারিছবি: সাইয়ান