একঝলক (৭ নভেম্বর ২০২৩)

১ / ১১
পেঁয়াজের বীজ উৎপাদনে সফলতা এনেছেন কিষানি সাহিদা বেগম। শুরু হয়েছে পেঁয়াজের বীজ রোপণ মৌসুম। তাই সফল কিষানি সাহিদা বেগম নিজের জমিতে কৃষিশ্রমিকদের সঙ্গে নিয়ে পেঁয়াজের বীজ রোপণ করছেন। গোবিন্দপুর, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ৭ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
২ / ১১
ধান মাড়াইয়ে ব্যস্ত দুই নারী কৃষিশ্রমিক। তাঁরা মুন্সিগঞ্জের বালুচর থেকে নারায়ণগঞ্জের কুড়েরপাড় এলাকায় এসেছেন কাজ করতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানমাড়াই করে দৈনিক মজুরি হিসেবে ৫০০ টাকা ও দুপুরের খাবার পেয়ে থাকেন তাঁরা। কুড়েরপাড়, নারায়ণগঞ্জ, ৭ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
৩ / ১১
বেশ কিছুদিন ধরেই আলুর বাজারে অস্থিরতা। কমছে না আলুর দাম। বাজারে বেশি দাম পাওয়ার আশায় কৃষকেরা বাড়ন্ত আলুখেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। বুলুরচক গ্রাম, শিবগঞ্জ, বগুড়া, ৭ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ১১
নির্ধারিত স্থানে চা-পাতা জমা দিয়েছেন চা-শ্রমিকেরা। চা-পাতা কারখানায় নেওয়ার গাড়িতে তোলা হচ্ছে। গাড়িতে পাতা তুলছেন এক শ্রমিক। লাক্কাতুরা, সিলেট, ৭ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১১
সড়কের ওপরের দিকে তাকাতেই দেখা মেলে সারিবদ্ধভাবে ঝুলিয়ে রাখা লাল, কমলা, সবুজ, হলুদ, নীল, গোলাপিসহ বাহারি রঙের ছাতা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বনমায়া এলাকা, বিরুলিয়া, আশুলিয়া, সাভার, ৭ নভেম্বর
ছবি: শামসুজ্জামান
৬ / ১১
রিকশাভ্যানে গাদাগাদি করে বিদ্যালয়ে যাচ্ছে শিশু শিক্ষার্থীরা। হোসেননগর, রংপুর, ৭ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১১
জলাশয়ে জাল ফেলে মাছ ধরছেন একদল জেলে। উত্তর ঢেমশা এলাকা, সাতকানিয়া, চট্টগ্রাম, ৭ নভেম্বর
ছবি: মামুন মুহাম্মদ
৮ / ১১
কাঁচা বাঁশ চিড়ে ঝুড়ি তৈরি করছেন সুধন্য দাস। প্রতিটি ঝুড়ি ১২০ টাকায় বিক্রি করবেন তিনি। গোলনা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৭ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১১
জলাশয়ে মাছ ধরতে ধ্যান ধরেছে বক। গোলনা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৭ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১১
শুরু হয়েছে কৃষকের আমন ধান ঘরে তোলার মৌসুম। খেত থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। গোবিন্দপুর এলাকা, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১১ / ১১
কালুরঘাট সেতু হয়ে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন। এটি ১১ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেলা তিনটা, কালুরঘাট সেতু, চট্টগ্রাম, ৭ নভেম্বর
ছবি: জুয়েল শীল