একঝলক (১৮ জানুয়ারি ২০২৪)

১ / ২২
তীব্র শীতের মধ্যে বৃষ্টি হচ্ছে। শীত ও বৃষ্টি উপেক্ষা করে সকালে কাজে বের হয়েছেন অনেকে। বাস্তুহারা, খুলনা, ১৮ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২২
শীতের সকালে জলাশয়ে মাছ ধরতে যাচ্ছেন এক ব্যক্তি। শেখপাড়া, রংপুর, ১৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২২
ডোবায় খাবারের খোঁজে বিভিন্ন ধরনের হাঁস ও পাখি। কাঁঠালতলি, রাঙামাটি, ১৮ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২২
শীতে জবুথবু হয়ে গাছের ডালে বসে আছে এক ফিঙে। গার্হস্থ্য অর্থনীতি কলেজ মাঠ, খুলনা, ১৮ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২২
এক লাইনে ট্রেন আসছে। এর মধ্যে নিরাপত্তা গেট অতিক্রম করে আরেক লাইনের ওপর দাঁড়িয়ে আছে যানবাহন। ধর্মপুর রেলগেট, কুমিল্লা, ১৮ জানুয়ারি
ছবি: এম সাদেক
৬ / ২২
বিক্রির জন্য বাগান থেকে বরই তুলছেন এক নারী। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২২
টানা ৯ দিন পর রোদের দেখা পেয়ে হালচাষে নেমেছেন কৃষক। বাড়ৈপাড়া, মিঠাপুকুর, রংপুর, ১৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২২
নার্সারিতে চারায় পানি দিচ্ছেন এক ব্যক্তি। মোলংহাট, মিঠাপুকুর, রংপুর, ১৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২২
শীতের সকালে দল বেঁধে কাজে যাচ্ছেন নারী চা-শ্রমিকেরা। মালিনীছড়া চা-বাগান, সিলেট, ১৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১০ / ২২
ফোম দিয়ে তৈরি পাখি বিক্রির জন্য বেরিয়েছেন এক বিক্রেতা। কিনব্রিজ, সিলেট, ১৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১১ / ২২
শীতের সকালে বিদ্যুতের তারে ঝুলছে এক বানর। গোয়াইটুলা, সিলেট, ১৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১২ / ২২
শীতে কুকুরের গায়ে কাপড় পরিয়ে দিয়েছেন কেউ। চৌকিদেখি, সিলেট, ১৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২২
কনকনে শীতের মধ্যে ইটভাঙা মেশিন নিয়ে কাজে যাচ্ছেন নির্মাণশ্রমিকেরা। পশ্চিম গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ১৮ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২২
চলছে বোরো ধান রোপণ মৌসুম। কুয়াশা আর তীব্র ঠান্ডার মধ্যে ধানের খেত প্রস্তুত করছেন দুই কৃষক। ডোমরাকান্দি এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১৮ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৫ / ২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় সওজ বিভাগের কার্যালয়ের সামনে সড়ক বিভাজকের এই অংশে গেট থাকায় দূরপাল্লার ঢাকাগামী যানবাহনগুলো নারায়ণগঞ্জের যাত্রীদের এত দিন এখানেই নামিয়ে দিত। চার দিন আগে সওজ কর্তৃপক্ষ গেটটি বন্ধ করে দেওয়ার পরও দূরপাল্লার যানবাহনগুলো এখনো সেই স্থানেই যাত্রী নামিয়ে দিচ্ছে। তাই ঝুঁকি নিয়ে বিভাজক টপকে যাত্রীদের সড়ক পারাপার হতে হচ্ছে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। শিমরাইল, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, ১৮ জানুয়ারি।
ছবি: দিনার মাহমুদ
১৬ / ২২
শীতের সকালে শিকারের জন্য ছুটছে শিয়ালটি। কেওয়াছড়া এলাকা, সিলেট, ১৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২২
নৌপথে নৌকায় করে টমেটো ও সবজি নিয়ে স্থানীয় হাটে যাচ্ছেন চাষিরা। দুপুর সোয়া ১২টা, গোয়াইন নদ, সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২২
শুষ্ক মৌসুমে ইটভাটায় চলে ইট তৈরির কাজ। সিলেটের বিভিন্ন ইটভাটায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন শ্রমিকেরা। একদিকে চলছে ইট তৈরির কাজ, অন্যদিকে ইট শুকাতে দেওয়া হয়েছে। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২২
দিন দিন হারিয়ে যাচ্ছে গরু, মহিষ, লাঙল, জোয়াল দিয়ে জমিতে হালচাষ। কৃষিযন্ত্রের ছোঁয়ায় কৃষিতে এসেছে পরিবর্তন। এর মধ্যেও এখনো কোথাও কোথাও টিকে আছে গরু দিয়ে হালচাষ ও মই দেওয়া। নিজের জমিতে গরু দিয়ে জমি চাষের পর মই দিচ্ছেন ফরিদ উদ্দিন। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২০ / ২২
পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় উদ্ধারকারী জাহাজ রুস্তম দিয়ে নদীতে ডুবে যাওয়া একটি ট্রাক উদ্ধার করে বিআইডব্লিউটিএ। বেলা আড়াইটা, ৫ নম্বর ঘাট, পাটুরিয়া, মানিকগঞ্জ, ১৮ জানুয়ারি
ছবি: আব্দুল মোমিন
২১ / ২২
শীতের সকালে ওএমএসের পণ্য নিতে মানুষের ভিড়। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা, ঢাকা, ১৮ জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
২২ / ২২
রস সংগ্রহের জন্য খেজুরের গাছে লাগানো হয়েছে মাটির হাঁড়ি। তার ওপরে বসে রস পানে ব্যস্ত এক কাঠঠোকরা। মাহমুদপুর, পাবনা, ১৮ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ