একঝলক (২৯ জানুয়ারি ২০২৪)

১ / ২৪
সূর্যমুখী ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। কৃষি গবেষণা ইনস্টিটিউট মাঠ, কুমিল্লা, ২৯ জানুয়ারি
ছবি: এম সাদেক
২ / ২৪
বাণিজ্যিকভাবে চাষ করা বাগান থেকে ফুল তুলছেন তাঁরা। বাগানে গোলাপ ছাড়াও নানা মৌসুমি ফুলের চাষ হচ্ছে। ভজেন্দ্রপুর, টেবুনিয়া, পাবনা, ২৯ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৩ / ২৪
বিলে খাবারের খোঁজে শামুকখোল পাখি। উঞ্চুরকী বিল, গাবতলী, বগুড়া, ২৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৪ / ২৪
বীজতলা থেকে ধানের চারা তুলে বেঁধে রাখার কাজ চলছে। এসব চারা জমিতে রোপণ করা হবে। রানীরপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ২৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৫ / ২৪
ধানের চারা রোপণের আগে খেতের আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। বাটাজোর এলাকা, গৌরনদী, বরিশাল, ২৯ জানুয়ারি
ছবি: সাইয়ান
৬ / ২৪
কয়েক দিন পর রোদের দেখা মিলেছে। এই সুযোগে বাড়ির পাশের খোলা জায়গায় বাঁশে দড়ি বেঁধে কাপড় শুকাতে দিয়েছেন অনেকে। কাঞ্চন সেতু এলাকা, দিনাজপুর, ২৯ জানুয়ারি
ছবি: রাজিউল ইসলাম
৭ / ২৪
তুরাগ নদের পাড় ঘেঁষে নির্মাণ করা হয়েছে ইটের ভাটা। জালোয়াভিটি গ্রাম, কালিয়াকৈর, গাজীপুর, ২৯ জানুয়ারি
ছবি: মাসুদ রানা
৮ / ২৪
হালচাষ শেষে লাঙল কাঁধে গরু নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। রানীরপাড়া, গাবতলী, বগুড়া, ২৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৯ / ২৪
খেত থেকে আলু তুলছেন কৃষক। বালিখাড়া গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ২৯ জানুয়ারি
ছবি: এম সাদেক
১০ / ২৪
কাজের ফাঁকে ফসলি জমির পাশে উঁচু জায়গায় বসে সকালের খাবার খাচ্ছেন দুই কৃষক। উঞ্চুরকী গ্রাম, গাবতলী, বগুড়া, ২৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১১ / ২৪
নিজের খেত থেকে কুমড়া ও ফুলকপি তুলে ভারে করে নিয়ে যাচ্ছেন কৃষক আবুল হাসান। পূর্বহারা গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ২৯ জানুয়ারি
ছবি: এম সাদেক
১২ / ২৪
শুরু হয়েছে বোরোর মৌসুম। মেশিন দিয়ে পানি তুলে ধানখেতে সেচ দেওয়া হচ্ছে। উঞ্চুরকী গ্রাম, গাবতলী, বগুড়া, ২৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৩ / ২৪
বিক্রির জন্য গাছ থেকে বরই সংগ্রহ করা হয়েছে। সূর্যমুখী জাতের এই বরই পাইকারিতে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৪
পাহাড়ি ছড়ার পাড়ে গর্ত থেকে পানি সংগ্রহ করছেন এক নারী। গ্রাম থেকে আধা কিলোমিটার দূরে গিয়ে পানি সংগ্রহ করতে হয় প্রতিদিন। মোনতলা আদাম এলাকা, রাঙামাটি, ২৯ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২৪
বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারিচালিত রিকশা-ভ্যান উচ্ছেদ বন্ধসহ বিভিন্ন দাবিতে রিকশা-ভ্যানচালকদের মিছিল। ফেরিঘাট মোড়, খুলনা, ২৯ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৪
শৌচাগার নির্মাণের জন্য পালপাড়া থেকে মাটির চাড়ি কিনে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। মল্লিকপুর এলাকা, কানাইপুর, ফরিদপুর, ২৯ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২৪
পেঁয়াজখেতে নিড়ানি দিচ্ছেন কয়েকজন। শিংগিবাড়ি এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৪
বাঁশ দিয়ে বানা তৈরি করছেন তাঁরা। এসব বানা দিয়ে মাচা তৈরি করে পেঁয়াজ সংরক্ষণ করেন কৃষকেরা। মেম্বার গোট্টি এলাকা, গোট্টি, ফরিদপুর, ২৯ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২৪
আলু তোলা শেষে একই জমিতে ভুট্টা চাষ করছেন চাষি। আরাজি ধর্মদাস এলাকা, রংপুর, ২৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৪
খেত থেকে তুলে আনা শর্ষে মাড়াই করে বাড়ির উঠানে রোদে শুকাচ্ছেন গৃহবধূ বিপাশা বেগম। গোয়ালপাড়া এলাকা, আটঘর, ফরিদপুর, ২৯ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২১ / ২৪
কাটা ধান মাথায় করে বাড়িতে ফিরছেন দুই কৃষক। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ২৯ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২২ / ২৪
পেঁয়াজের খেতে সার ছিটাচ্ছেন কৃষক। রনকাইল এলাকা, কানাইপুর, ফরিদপুর, ২৯ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৩ / ২৪
সকাল থেকে সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্য কেনার অপেক্ষায় স্বল্প আয়ের মানুষ। উত্তর পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়, চট্টগ্রাম, ২৯ জানুয়ারি
ছবি: জুয়েল শীল
২৪ / ২৪
বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করছেন কৃষক রহিম শেখ। গাটিয়া এলাকা, গোট্টি, ফরিদপুর, ২৯ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান