ডেঙ্গু আক্রান্ত শিশুটির জ্বর কমাতে মাথায় পানি ঢালা হচ্ছে। ঢাকা শিশু হাসপাতাল, শেরেবাংলা নগর, শ্যামলী, ঢাকা ২৭ অক্টোবরছবি: জাহিদুল করিম
৩ / ২০
পশুপাখিকে ভয় দেখানোর জন্য আমন ধানখেতের পাশে রাখা হয়েছে কাকতাড়ুয়া। পোকামাকড় শিকারের আশায় কাকতাড়ুয়ার মাথার ওপর বসে আছে ফিঙে পাখি। ডলিয়া, সিলেট, ২৭ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৪ / ২০
বিস্তীর্ণ মাঠে শীতকালীন নানান সবজি চাষ করেছেন গোমতী নদীর চরের কৃষকেরা। বাঁধাকপি মাঠে কাজ করছেন এক কৃষক। চানপুর, কুমিল্লা, ২৭ অক্টোবরছবি: এম সাদেক
৫ / ২০
সিলেটের এমসি কলেজ ও আশপাশের এলাকায় প্রায় ৪০ বছর ধরে ঝালমুড়ি-চানাচুর বিক্রি করেন কুমিল্লার লাকসাম এলাকার আজল হক (৬৮)। ছোটবেলা থেকেই থাকেন সিলেট শহরে। কুমিল্লায় তিন ছেলেমেয়ের এখন আলাদা সংসার। পেটের দায়ে এখনো চানাচুর বিক্রি করেন তিনি। এমসি কলেজছাত্র বাস এলাকা, সিলেট, ২৭ অক্টোবরছবি: আনিস মাহমুদ
নার্সারিতে এখন শীতকালীন সবজি চারার সমাহার। বিভিন্ন রকমের সবজির চারার দাম প্রতিটি পাইকারি ১ টাকা থেকে ৫ টাকার মধ্যে। সবজির বীজতলায় পানি ছিটাচ্ছেন নার্সারির শ্রমিক। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৭ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
সমাপনী অনুষ্ঠানের আগে শেষবারের মতো মহড়া দিচ্ছে সরকারি এডওয়ার্ড কলেজের বিএনসিসি ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত নতুন বাদক দল। রাজশাহী মহাস্থান রেজিমেন্টের ৩৫ বিএনসিসি ব্যাটালিয়নের এই ইউনিটকে ২০ কর্মদিবস ধরে এই শৈল্পিক প্রশিক্ষণ প্রদান করেন পাবনা জেলা পুলিশের পেশাদার বাদক দলের সদস্যরা। এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ২৭ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
মরা গাছে বসে অলস সময় পার করছে এক বক পাখি। পাতানজো, কাহালু, বগুড়া, ২৭ অক্টোবরছবি: সোয়েল রানা
১৮ / ২০
সংস্কারকাজ শেষে প্রায় ১৫ মাস পর যান চলাচলের জন্য রোববার সকালে খুলে দেওয়া হয়েছে সেতু। কালুরঘাট সেতু, চট্টগ্রাম, ২৭ অক্টোবরছবি: জুয়েল শীল
বিভিন্ন ধরনের কাঁচা ফল মসলা মাখিয়ে ভর্তা তৈরি করেন নজরুল ইসলাম। টক-মিষ্টি-ঝাল সুস্বাদু এই ভর্তা খেতে প্রতিদিন ভিড় করেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা। প্রতি কাপ ভর্তা বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকায়। ডিগ্রি চত্বর, এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৭ অক্টোবরছবি: হাসান মাহমুদ