ভোরের মিষ্টি আলোয় ব্যস্ততা শুরু হয়েছে খেয়াঘাটে। জেলখানা খেয়াঘাট, খুলনা, ৮ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৯
ভোরে ভৈরব নদে মাছ ধরছেন মৎস্যশিকারিরা। ৬ নম্বর ঘাট, খুলনা, ৮ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৯
ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। হাসনাবাজার, রংপুর-দিনাজপুর মহাসড়ক, রংপুর, ৮ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৫ / ১৯
শীতের কুয়াশা জড়ানো সকালে মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। হাসনাবাজার, রংপুর, ৮ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৬ / ১৯
লাউখেত থেকে টাটকা লাউ শাক রান্নার জন্য নেওয়া হচ্ছে। দীঘলি বাঁক, রাঙামাটি, ৮ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৯
ভ্রাম্যমাণ যন্ত্র (হলার) দিয়ে ধান ছেঁটে থেকে চাল বের করা হচ্ছে। ফয়েজপুর, নাগরপুর, টাঙ্গাইল, ৮ ডিসেম্বরছবি: আব্দুল মোমিন
৮ / ১৯
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত মানববন্ধন। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ৮ ডিসেম্বরছবি: জাহিদুল করিম
৯ / ১৯
রাঙামাটি অঞ্চলে চুকুই বা রোজেলা ফল পরিচিত। এটি শোভা বাড়িয়েছে প্রকৃতির। দীঘলি বাঁক, রাঙামাটি, ৮ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৯
বিদ্যালয়ের পাশেই সতেজ গোলাপ ফুলের পসরা সাজিয়েছেন এক বিক্রেতা। শিশুশিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রতিটি ফুল ৫ থেকে ১০ টাকায় বিক্রি করছেন। রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, গাবতলী, বগুড়া, ৮ ডিসেম্বরছবি: সোয়েল রানা
১১ / ১৯
রোদেলা সকালে গ্রামীণ মাঠে বসে ছোট্ট ছোট্ট কাপড় জোড়া দিয়ে কাঁথা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এক নারী। কামারচট্ট, গাবতলী, বগুড়া, ৮ ডিসেম্বরছবি: সোয়েল রানা
১২ / ১৯
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে প্রতিবাদী পদযাত্রা। রামপুরা, ঢাকা, ৮ ডিসেম্বরছবি: দীপু মালাকার
১৩ / ১৯
ভারতীয় দূতাবাসের প্রবেশ সড়কে নিরাপত্তারক্ষীদের সতর্কতা। গুলশান, ঢাকা, ৮ ডিসেম্বরছবি: দীপু মালাকার
১৪ / ১৯
সড়কের পাশে ফুটেছে বনফুল। সেই ফুলে বসেছে প্রজাপতি। পূর্বহারা, বুড়িচং, কুমিল্লা, ৮ ডিসেম্বরছবি: এম সাদেক
১৫ / ১৯
দুপুরে একটু রোদের দেখা মিলতেই গোসল করিয়ে সন্তানের গায়ে শর্ষের তেল মাখিয়ে দিচ্ছেন মা। কাশিমবাজার, রংপুর, ৮ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৯
শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বেড়েছে কম্বলের। আমদানি করা বিদেশের পুরোনো কম্বলের দোকানে ক্রেতারা আসছেন। এসব কম্বল ৫৫০ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। খুলনা জেলা স্টেডিয়াম মার্কেট, ৮ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৭ / ১৯
বাক্সের পানিতে জীবিত মাছ। সেই পানিতে সিলিন্ডারের সহায়তায় অক্সিজেন সরবরাহ করা হয়, যাতে মাছ দীর্ঘ সময় বেঁচে থাকে। বিক্রেতা সাগর শেখ এমন তাজা মাছ বিক্রি করে ভালো দাম পান। তাম্বুলখানা, ফরিদপুর, ৮ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
১৮ / ১৯
শুকনা মৌসুমে পানি কমেছে সিলেটের সুরমা নদীর শাখা নদ কুশিগাঙের। পানি কম থাকায় সেখানে অলস পড়ে আছে মৎস্যজীবীদের নৌকা। কুশিঘাট, সিলেট, ৮ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
১৯ / ১৯
পথের ধারে ফুটে আছে ধুতরা ফুল। তাড়াশ, সিরাজগঞ্জ, ৮ ডিসেম্বরছবি: সাজেদুল আলম