একঝলক (২৪ জানুয়ারি ২০২৪)

১ / ২৬
সকালে ঘন কুয়াশায় ঢাকা সড়ক। তাই দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চানপুর এলাকা, কুমিল্লা, ২৪ জানুয়ারি
ছবি: এম সাদেক
২ / ২৬
শীতকালে আবহাওয়া শুষ্ক থাকার কারণে ধুলা থাকে বেশি। ধুলায় আস্তর জমেছে এক ব্যক্তিগত গাড়ির ওপর। এই ধুলার কারণে বাড়ছে মানুষের স্বাস্থ্যঝুঁকি। আমিনবাজার, ঢাকা, ২৪ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম
৩ / ২৬
খাবারের খোঁজে মাঠে ঘুরছে বেজি। মুজগুন্নী, খুলনা, ২৪ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৬
কোনো রকম সুরক্ষা ছাড়াই স্বাস্থ্যঝুঁকি নিয়ে ইটভাটায় কয়লা ভাঙার কাজ করছেন নারী শ্রমিকেরা। বলিয়ারপুর, সাভার, ২৪ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম
৫ / ২৬
কনকনে শীতের মধ্যে স্কুল ছুটি শেষে বাড়িতে ফিরছে খুদে শিক্ষার্থীরা। ধাপেরহাট এলাকা, রংপুর, ২৪ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২৬
বায়ুদূষণের কারণগুলোর মধ্যে ইটভাটা অন্যতম। ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। বলিয়ারপুর, সাভার, ২৪ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম
৭ / ২৬
ভোরে তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে কাজের খোঁজে সড়কের ধারে দাঁড়িয়ে আছেন দিনমজুরেরা। কান্দিরপাড়, কুমিল্লা, ২৪ জানুয়ারি
ছবি: এম সাদেক
৮ / ২৬
পাবনা ও কুষ্টিয়া জেলাকে পৃথক করা পদ্মা নদী এখন শুকিয়ে চর জেগেছে। সারা দিন চরের মাঠে কাজ শেষে হেঁটে সেই নদী পার হচ্ছেন কয়েকজন কৃষক। পদ্মাঘাট, পাবনা, ২৪ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৯ / ২৬
শীতের সকালে সাইকেলে করে সেচযন্ত্র নিয়ে আলুখেতে পানি দিতে যাচ্ছেন কৃষক। রামজীবন এলাকা, রংপুর, ২৪ জানুয়ারি।
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২৬
জমি থেকে ফুলকপি তুলে ভ্যানগাড়িতে সাজিয়ে রাখছেন কৃষক মোশারফ মিয়া। আকৃতি ও মানভেদে ১০ থেকে ৩০ টাকা করে পাইকারি দরে বিক্রি করা হবে এসব ফুলকপি। গোগনগর, নারায়ণগঞ্জ, ২৪ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১১ / ২৬
কনকনে শীতের মধ্যে ভুট্টা ও ধনেখেতের আগাছা পরিষ্কার করছেন কৃষক। ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ জানুয়ারি
ছবি: আবদুর রহমান
১২ / ২৬
হালকা রোদ উঠেছে। এই ফাঁকে বাড়ির পাশে খেলায় মেতেছে তিন শিশু। আলিয়াবাদ, ফরিদপুর, ২৩ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২৬
তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে কৃষি সরঞ্জাম সাইকেলে চাপিয়ে জমিতে কাজ করতে যাচ্ছেন কৃষক। বৈকুণ্ঠপুর এলাকা, রংপুর, ২৪ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৬
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শারীরিক কসরতের মহড়া দিচ্ছে শিক্ষার্থীরা। ঈশান গোপালপুর, ফরিদপুর, ২৪ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৫ / ২৬
জমিতে কাজ করছেন শ্রমিকেরা। তাঁদের জন্য সকালের খাবার নিয়ে যাচ্ছেন গৃহস্থ। বালাচড়া এলাকা, রংপুর, ২৪ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৬
রশি-কুড়াল আর করাত কাঁধে গাছ কাটতে যাচ্ছেন কাঠুরিয়ারা। ভাষানচর, অম্বিকাপুর, ফরিদপুর, ২৪ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২৬
হাওয়াই মিঠাই তৈরির পর তা প্যাকেটে ভরে গুছিয়ে রাখা হচ্ছে। কাপ্তানবাজার এলাকা, কুমিল্লা, ২৪ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৮ / ২৬
শৈত্যপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয় গত মঙ্গলবার সন্ধ্যায়। কিন্তু তা জানতে না পারায় সকালেই স্কুলে গিয়েছিল এই দুই শিক্ষার্থী। পরে পাঠদান বন্ধ থাকায় বাড়িতে ফেরে তারা। দয়ারামপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২৪ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২৬
ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ। এর মধ্যে মহাসড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছেন লোকজন। রংপুর-দিনাজপুর মহাসড়ক, চওড়াপাড়া এলাকা, রংপুর, ২৪ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৬
জমি চাষের সনাতন পদ্ধতি গরু-মহিষ, জোয়াল ও লাঙল দিয়ে জমি চাষ। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার হালচাষের পদ্ধতি। হাওরাঞ্চলের কোথাও কোথাও দেখা মেলে মহিষ দিয়ে হালচাষ। জিলকার হাওর, সিলেট, ২৪ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২১ / ২৬
বাড়ির রান্নার কাজের জ্বালানি হিসেবে বাগান থেকে গাছের শুকনা পাতা সংগ্রহ করছেন এক নারী। আলিয়াবাদ এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ২৩ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২২ / ২৬
চাটিতে করে ছোট মাছ রোদে শুকাতে দেওয়া হয়েছে। রোদে পুরোপুরি শুকিয়ে গেলে হবে শুঁটকি। মাহতারপুর, লামাকাজি, বিশ্বনাথ, সিলেট, ২৪ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৬
পদ্মা নদীর পাড়ে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। চলছে এই উৎসবের প্রস্তুতি। গুহলক্ষ্মীপুর এলাকা, ফরিদপুর, ২৩ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৪ / ২৬
৪৭ বছর ধরে আলাউদ্দিন শেখ চশমার কাচের লেন্স তৈরির কাজ করে আসছেন। এ লেন্স তৈরিতে কাচের মান ও চশমার পাওয়ার অনুযায়ী তিনি ১৫০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম নেন। পিকচার প্যালেস মোড়, খুলনা শহর, ২৪ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২৫ / ২৬
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিন ঘনিয়ে আসছে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। আদর্শপাড়া, রংপুর, ২৪ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২৬ / ২৬
মাটির তৈরি বিভিন্ন প্রকারের ব্যাংক দোকানে সাজিয়ে রাখছেন বিক্রেতা। প্রতিটি ব্যাংক ৩০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করা হবে। হীরাঝিল, নারায়ণগঞ্জ, ২৪ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ