পাইকারি বাজার থেকে মুরগির খাঁচা কিনে সাজিয়ে রাখছেন একজন খুচরা বিক্রেতা। আড়াইওরা এলাকা, কুমিল্লা, ৩ জুনছবি: এম সাদেক
৩ / ১৩
রোদ থেকে নিজেকে রক্ষায় বাহারি রঙের ছোট ছাতা মাথায় বেঁধে রেখেছেন এই রিকশাচালক। এরপরও গাড়ি চালাতে গিয়ে ছুটছে ঘাম। ডাকবাংলা মোড়, খুলনা, ৩ জুনছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৩
বিদ্যুতের সঞ্চালন তারে বসে আছে এক জোড়া বুলবুলি। ভালেদী আদাম এলাকা, রাঙামাটি, ৩ জুনছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৩
গরম থেকে নিজেদের রক্ষায় মাথায় গামছা দিয়েছেন ট্রাকের ওপর বসা কয়েকজন শ্রমিক। চাঁদমারী, পাবনা, ৩ জুনছবি: হাসান মাহমুদ
৬ / ১৩
প্রখর রোদের মধ্যে ঢ্যাঁড়সখেতের পরিচর্যা করছেন চাষি মো. শাহজাহান। কামারখারা এলাকা, বুড়িচং, কুমিল্লা, ৩ জুনছবি: এম সাদেক
৭ / ১৩
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া আনন্দ উৎসবে বেলুন নিয়ে খেলায় মেতেছে শিশুরা। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম, পঞ্চগড়, ৩ জুনছবি: রাজিউর রহমান
৮ / ১৩
মাঠ থেকে উল্যা ঘাস কেটে নিয়ে যাচ্ছেন একদল কৃষক। পানের বরজের বেড়া তৈরি ও পানগাছ বাঁধতে এর ব্যবহার হয়। দাশুড়িয়া, ঈশ্বরদী-পাবনা সড়ক, পাবনা, ৩ জুনছবি: হাসান মাহমুদ
৯ / ১৩
কাপ্তাই হ্রদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে সাদা বক। কাটাছড়ি গ্রাম এলাকা, রাঙামাটি, ৩ জুনছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৩
রাসায়নিক ও রং পরিবহনে ব্যবহৃত ড্রাম ধুয়ে পরিষ্কার করে তোলা হচ্ছে ট্রলারে। কেরোসিন ঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ৩ জুনছবি: দিনার মাহমুদ
১১ / ১৩
বৃষ্টির পানি জমেছে জমিতে। সেখানে হাঁসের দল নিয়ে এসেছেন একজন খামারি। হরিপুর এলাকা, রংপুর, ৩ জুনছবি: মঈনুল ইসলাম
১২ / ১৩
প্রখর রোদে রেললাইনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন রেলওয়ের ‘কি-ম্যান’ মিঠু মিয়া। নাড়ুয়ামালা রেলওয়ে সেতু, গাবতলী, বগুড়া, ৩ জুনছবি: সোয়েল রানা
১৩ / ১৩
ঝুঁকি নিয়ে সড়কে রিকশাভ্যানে চলছে শিশুশিক্ষার্থীরা। রংপুর-বদরগঞ্জ সড়ক, শাহবাজপুর এলাকা, রংপুর, ৩ জুনছবি: মঈনুল ইসলাম