একঝলক (২৫ জানুয়ারি ২০২৪)

১ / ২২
আড়িয়াল খাঁ নদে শীতের সকালে মাছ ধরতে বেরিয়েছেন জেলেরা। শায়েস্তাবাদ ইউনিয়ন, বরিশাল, ২৫ জানুয়ারি
ছবি: সাইয়ান
২ / ২২
গাছের ডালে কাঠ ঠোকরাতে মনোযোগী কাঠঠোকরা। ফরাজী পাড়া, খুলনা, ২৫ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২২
নারকেলের ছোবড়া ছাড়িয়ে নিতে ব্যস্ত এক নারী। প্রতিটি নারকেলের ছোবড়া ছাড়ানোর জন্য এক টাকা পান তিনি। এসব ছোবড়া ব্যবসায়ীরা খাটের জাজিম বানানোর কাজে ব্যবহার করেন। রসুলপুর, বরিশাল, ২৫ জানুয়ারি
ছবি: সাইয়ান
৪ / ২২
বিদ্যালয়ে পাঠদানের আগে মাঠে চলছে শিক্ষার্থীদের শারীরিক কসরত। শীতের কারণে টানা তিন দিন স্কুল ছুটির পর আজ বৃহস্পতিবার আবার স্কুল খুলেছে। এ্যাস্ট্রাস পৌর উচ্চবিদ্যালয়, কাশিপুর, পাবনা, ২৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৫ / ২২
রোজিনা বেগম বাড়ির কাজের ফাঁকে কৃষিকাজ করেন। নিজের খেত থেকে বোরো ধানের চারা তুলছেন। মনখাটা গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ২৫ জানুয়ারি
ছবি: এম সাদেক
৬ / ২২
সিটি করপোরেশন এলাকায় সড়কের ওপর অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পরও সড়কের বালু এখনো সরানো হয়নি। লালবাগ এলাকার কলেজ সড়ক, রংপুর, ২৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২২
ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সড়কের পাশে বিভিন্ন রঙের আপেল ঝুলিয়ে রেখেছেন এক ফল ব্যবসায়ী। প্রতি কেজি আপেল মানভেদে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি করেন। পুলিশ লাইনস এলাকা, কুমিল্লা, ২৫ জানুয়ারি
ছবি: এম সাদেক
৮ / ২২
রংপুর থেকে নতুন আলু এসেছে পাবনায়। ট্রাক থেকে নামিয়ে তা নেওয়া হচ্ছে আড়তে। পাইকারি কেজিপ্রতি ৩২ থেকে ৩৩ টাকা দরে কিনে আনা হয়েছে এসব আলু। বড় বাজার, পাবনা, ২৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৯ / ২২
শীত উপেক্ষা করে বাঁধাকপির খেতে নিড়ানি দিচ্ছেন এক কৃষক। ঘাষিড়া ডোগলাপাড়া এলাকা, শাজাহানপুর, বগুড়া, ২৫ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১০ / ২২
টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ। বয়রা কলাবাগান, খুলনা, ২৫ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২২
শীতের সকালে গ্রামীণ মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে দুই শিশু। ঘাষিড়া ডোগলাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ২৫ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১২ / ২২
শীতের সকালে কাজের সন্ধানে বের হয়েছেন কর্মজীবীরা। বিসিক সড়ক, পাবনা, ২৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২২
উত্তরের জেলা পাবনায় শীতের দাপট যেন কমছেই না। চলমান টানা শৈত্যপ্রবাহ বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি। এই শীতে চরাঞ্চলের মানুষের কষ্ট আরও বেশি। চরের মাঠে কাজের মধ্যে আগুন জ্বালিয়ে একটু উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন কৃষক, জেলে ও নৌকার মাঝিরা। পদ্মাঘাট, পাবনা, ২৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২২
গৃহবধূ ফাতেমা বেগম নিজের খেতে রোপণের জন্য বীজতলা থেকে বোরো ধানের চারা তুলছেন। বোকাইল এলাকা, গেরদা, ফরিদপুর, ২৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৫ / ২২
শীত মৌসুমে কমে গেছে পদ্মা নদীর পানি। সেই পানিতে মাছ শিকার করতে নেমেছেন এক জেলে। পদ্মানদী, পদ্মাঘাট, পাবনা, ২৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২২
গৃহবধূ আসমা বেগম বাড়ির উঠানে রোপণ করেছেন বেগুন ও মরিচের চারা। প্রতিদিনের মতো সকালবেলা পরিচর্যা করছেন তিনি। বোকাইল এলাকা, গেরদা, ফরিদপুর ২৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২২
কুয়াশাঘেরা হাড়কাঁপানো শীতের সকালে মাঠে একা চাষি বোরো ধান রোপণের জন্য মই দিয়ে জমি তৈরি করছেন। জলছত্র এলাকা, রংপুর, ২৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২২
সকাল থেকে সূর্যের দেখা নেই। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে সব ধরনের যানবাহন। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা, শ্রীপুর, গাজীপুর, ২৫ জানুয়ারি
ছবি: সাদিক মৃধা
১৯ / ২২
বাঁশের তৈরি মই ও চকম কাঁধে করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন আমিনুর ইসলাম। প্রতিটি মই ও চমক ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। আবিদপুর গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ২৫ জানুয়ারি
ছবি: এম সাদেক
২০ / ২২
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাসের মধ্যেও বিড়ম্বনা নিয়ে কর্মস্থলে যাচ্ছেন কর্মজীবী মানুষ। বনরূপা বাজার, রাঙামাটি, ২৫ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২২
শীতের সকালে প্লাস্টিকের তৈরি পুরোনো সামগ্রী বাছাই করছেন শ্রমিকেরা। এগুলো গুঁড়া করে বিভিন্ন পণ্য তৈরি করতে ঢাকায় পাঠানো হবে। মাহিগঞ্জ এলাকা, রংপুর, ২৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২২
গত দুই দিন সূর্যের দেখা ছিল না খুলনায়, উল্টো কখনো কখনো হয়েছে বৃষ্টি। আজ রোদের দেখা মিলেছে। সারা দিন রোদের শেষে গোধূলিতে খেলছে দুই ভাই–বোন। পালেরহাট, তেরখাদা, খুলনা, ২৫ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন