একঝলক (১৪ জানুয়ারি ২০২৪)

১ / ৩০
শীতের এই সময় মাঠে সৌন্দর্য ছড়াচ্ছে দৃষ্টিনন্দন খেসারির ফুল। চর শালুখা, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২ / ৩০
কনকনে ঠান্ডার মধ্যে বোরো ধানের বীজতলায় কীটনাশক ছিটাচ্ছেন কৃষক সুলতান। ধানগাছকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে এই কীটনাশক দিচ্ছেন তিনি। বারেশ্বর চৌমুনি এলাকা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ১৪ জানুয়ারি
ছবি: এম সাদেক
৩ / ৩০
খাবার হিসেবে পোকামাকড় ও কীটপতঙ্গ পাওয়ার আশায় ভুট্টাখেতে বসে আছে হট টিটি পাখি। চর শালুখা, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৪ / ৩০
নতুন নতুন বিভিন্ন সাবানের ভিড়ে হারিয়ে যাচ্ছে কাপড় কাচার গোল্লা সাবান। সাবান তৈরি শেষে শুকানোর জন্য সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছেন এক শ্রমিক। প্রতিটি সাবান পাইকারি ২৫ টাকা দরে বিক্রি করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হদগড় এলাকা, কুমিল্লা, ১৪ জানুয়ারি
ছবি:  এম সাদেক
৫ / ৩০
কনকনে শীতে জমিতে বোরো ধানের বীজ বপনের জন্য মই দিচ্ছেন চাষি। মইয়ের পেছনে আরেকজন ধানের বীজ ছিটাচ্ছেন। নয়াপুকুর এলাকা, রংপুর, ১৪ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৩০
তীব্র শীত আর ঘন কুয়াশা, তার মধ্যেই যে যাঁর কাজে ছুটছেন। রাজেন্দ্রপুর এলাকা, রংপুর, ১৪ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৩০
বেঁকে যাওয়া রেললাইন সোজা করার কাজে ব্যস্ত শ্রমিকেরা। দৌলতপুর রেলস্টেশন, খুলনা, ১৪ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ৩০
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সকালে সূর্যের দেখা যায়নি। অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। কাজ শেষে শীতের সকালে ঠান্ডায় চাদর মুড়ি দিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। চরাইচা গ্রাম, শায়েস্তাবাদ, বরিশাল, ১৪ জানুয়ারি
ছবি: সাইয়ান
৯ / ৩০
তীব্র শীতের মধ্যে কাজে ছুটছেন নির্মাণশ্রমিকেরা। কেল্লাবন্দ এলাকা, রংপুর, ১৪ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ৩০
পুকুরের পানিতে মাছের খোঁজে ছোট মাছরাঙা। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ১৪ জানুয়ারি
ছবি: সাদিক মৃধা
১১ / ৩০
খনন করে আবার পুরোনো চেহারায় ফিরিয়ে আনা হবে পলাশপুর খাল। খননকাজ চলাকালে খালটির ওপর ছোট করে বাঁধ দিয়ে যাতায়াত করছেন আশপাশের মানুষ। মোহাম্মাদপুর ব্রিজ, বরিশাল, ১৪ জানুয়ারি
ছবি: সাইয়ান
১২ / ৩০
শীতের সকালে কাজে বের হওয়া শ্রমিকেরা পরিত্যক্ত কাগজ, খড়কুটো জ্বালিয়ে নিজেদের একটু গরম করে নিচ্ছেন। নতুন রাস্তা, খুলনা, ১৪ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ৩০
ফুটপাতে শীতের রাত কাটান ভবঘুরে ব্যক্তি। কাঁথা মুড়িয়ে বসে আছেন ফুটপাতে। শীতের সকালে কুকুরগুলো ঘুমিয়ে আছে সেখানে। চৌহাট্টা এলাকা, সিলেট, ১৪ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৪ / ৩০
কাজিরবাজার সবচেয়ে বড় মাছের আড়ত। সকাল থেকে এখানে পাইকারি দরে মাছ বিকিকিনি চলে। খুচরা বিক্রেতারা মাছ পাইকারি দরে কিনে নিয়ে যান। মাছ কিনতে টুকরি নিয়ে এসেছেন খুচরা বিক্রেতারা। কাজিরবাজার, সিলেট, ১৪ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৫ / ৩০
পৌষের শেষে বেড়েছে শীতের প্রকোপ। দিনভর কুয়াশা আর ঠান্ডায় কাবু লোকজন। কুয়াশামাখা সুরমা নদী পার হচ্ছেন নৌকায়। কিনব্রিজ এলাকা, সিলেট, ১৪ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৬ / ৩০
বাঁশ–বেতের পণ্য বেচাকেনার হাট বসেছে রাঙামাটি সদরের কুতুকছড়ি গ্রামীণ হাটে। বিভিন্ন ফলমূল ও ধান–চাল বহনের কাজে ব্যবহার করা হয় এ ঝুড়ি। কুতুকছড়ি, রাঙামাটি, ১৪ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ৩০
কাপ্তাই হ্রদে জেগে ওঠা চরে রোপণ করতে বীজতলা থেকে ধানের চারা তুলছেন পাহাড়ি কিষানিরা। আলুটিলা ,রাঙামাটি, ১৪ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ৩০
রেস্টুরেন্টের সামনে লাগানো রঙ্গন ফুলে প্রজাপতি। কেজিআর রেস্টুরেন্ট এলাকা, রাঙামাটি, ১৪ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ৩০
যমুনার চরাঞ্চলে খড় শুকাচ্ছেন এক নারী। চর বাটিয়া, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২০ / ৩০
শুকিয়ে গেছে যমুনার চরাঞ্চল। সেখানে নিথর পড়ে আছে নৌকা। পাশেই চরে ফলানো ফসলের মাঠ থেকে শাক তুলছেন এক নারী। চরবাটিয়া, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২১ / ৩০
চরাঞ্চলে বিপুল পরিমাণে মাষকলাইয়ের চাষ হয়। বাড়ির উঠানে মাষকলাই মাড়াই করে নিচ্ছেন এক নারী। চর শালুখা, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২২ / ৩০
কালের বিবর্তনে এখন ঢেঁকির মাধ্যমে ধান, চাল ও ডাল ভাঙার দৃশ্য তেমন একটা চোখে পড়ে না। তবু যমুনার দুর্গম চরাঞ্চলে এখনো দেখা যায় ঢেঁকির ব্যবহার। বাড়ির উঠানে ঢেঁকিতে মাষকলাইয়ের ডাল ভাঙছেন দুই নারী। চরশালুখা, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২৩ / ৩০
দুর্গম চরে ভুট্টার বীজ বপন করছেন একদল নারী। কুঁড়িপাড়াচর, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২৪ / ৩০
পৌষসংক্রান্তি উপলক্ষে বিক্রেতারা বড় বড় মাছ সাজিয়ে বসেছেন মাছের মেলায়। প্রতিবছর এই দিনে মাছের মেলা বসে এখানে। নতুন বাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৪ জানুয়ারি
ছবি: শিমুল তরফদার
২৫ / ৩০
যমুনার দুর্গম চরাঞ্চলে ছুটে চলছে ঘোড়ার গাড়ি। চরবাটিয়া, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২৬ / ৩০
সনাতন ধর্মাবলম্বীদের পৌষসংক্রান্তি উপলক্ষে বাড়িতে বাড়িতে চলছে আলপনা আঁকার ধুম। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ জানুয়ারি
ছবি: সাজেদুল আলম
২৭ / ৩০
তীব্র শীতের মধ্যে বিলে নেমে টিনের জার দিয়ে মাছ ধরছেন বিল পারের বাসিন্দা দিপু শেখ। গোয়ালকান্দি এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১৪ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৮ / ৩০
উত্তরের জেলা পাবনাসহ বেশ কয়েকটি জেলায় চলছে শৈত্যপ্রবাহ। তীব্র এই শীতের মধ্যে ঘরে বসে থাকার সুযোগ নেই খেটে খাওয়া মানুষের। শীত থেকে বাঁচতে গরম কাপড় জড়িয়ে গুটিসুটি মেরে বিক্রির জন্য মালামাল নিয়ে হাটের পথে চলেছেন তাঁরা। জালালপুর, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ১৪ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২৯ / ৩০
কনকনে শীতের মধ্যে গবাদিপশুর খাওয়ার জন্য বিল থেকে কচুরিপানা সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক কৃষক। দক্ষিণ গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ১৪ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৩০ / ৩০
বীজতলা থেকে বোরো ধানের চারা তুলছেন কৃষক দুখু মিয়া। লস্করকান্দি এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১৪ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান