একঝলক (২ অক্টোবর ২০২৪)

১ / ৮
হাটবারে বিক্রির আশায় লাউগাছের চারার পসরা নিয়ে বসেছেন কয়েকজন বিক্রেতা। প্রতিটি চারা বিক্রি হয় ১০ টাকায়। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার এই হাট বসে। সাহা পট্টি, বরগুনা জেলা, ১ অক্টোবর
ছবি: সাইয়ান
২ / ৮
কাদাপানিতে খাবার খুঁজছে হট্টিটি পাখি। বরমী, শ্রীপুর, গাজীপুর, ২ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
৩ / ৮
পাটের দাম বেড়েছে। প্রতি মণ পাট ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। হাট থেকে পাট কিনে গুদামে রাখছেন শ্রমিক। ভুতছাড়া, কাউনিয়া, রংপুর, ২ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৮
রিকশার হুড তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এক কারিগর। প্রতিটি হুড ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। নবাববাড়ি চৌমোহনী, কুমিল্লা, ২ অক্টোবর
ছবি: এম সাদেক
৫ / ৮
ফুলের ঝাড়ু তৈরির কাজে ব্যস্ত এক কারিগর। মানভেদে প্রতিটি ঝাড়ু পাইকারি ৪০ থেকে ১০০ টাকায় বিক্রি করা হবে। এসব ঝাড়ু তৈরি করে কারিগরেরা দৈনিক ৮০০ থেকে ১ হাজার টাকা মজুরি পান। বক্তাবলী, নারায়ণগঞ্জ, ২ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
৬ / ৮
গাছের ডালে উঠে দুরন্তপনায় মেতেছে শিশুরা। চর কাশিপুর, নারায়ণগঞ্জ, ২ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
৭ / ৮
ধানের তুষ দিয়ে যন্ত্রের সাহায্যে তৈরি করা চারকোল লাকড়ি। জ্বালানিসাশ্রয়ী হওয়ায় সিলেটের বিভিন্ন এলাকার কলকারখানা, রেস্তোরাঁ, বাসাবাড়িতে জ্বালানির জন্য সরবরাহ করা হয় এই লাকড়ি। কোর্ট পয়েন্ট, সিলেট, ২ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৮ / ৮
শরতের তপ্ত দুপুরে নীল আকাশে ডানা মেলে উড়ছে চিল। শেখঘাট, সিলেট, ২ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ