সাদা বকের সারি। দেখে চোখ জুড়িয়ে যায়। ইটনা, বড়িবাড়ি, কিশোরগঞ্জ, ১৮ ডিসেম্বরছবি: তাফসিলুল আজিজ
২ / ১৫
শীতে পিঠাসহ নানা আয়োজনে নারকেলের চাহিদা থাকে বেশি। গাছে পাকা নারকেলের খোসা ছাড়িয়ে বাজারে পাঠানো হবে। সোহাগদল, নেছারাবাদ, পিরোজপুর, ১৮ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
প্রথমবার রাজশাহীতে চালু হলো কেএফসির শাখা। উদ্বোধনী দিনেই সেখানে দেখা গেল ভোজনরসিক মানুষের ভিড়। রাজশাহী নগরের আলুপট্টি মোড় এলাকায়, ১৮ ডিসেম্বরছবি: প্রথম আলো
৫ / ১৫
কী সুন্দর ইষ্টিকুটুম পাখি! দেবীদ্বার, কুমিল্লা, ১৮ ডিসেম্বরছবি: এম সাদেক
৬ / ১৫
নৌকায় শীতকালীন সবজির চারা সাজিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন তিনি। খালের দুই পাশের বাসিন্দারা এ চারা কেনেন। সোহাগদল, নেছারাবাদ, পিরোজপুর, ১৮ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৫
শাকসবজির খেতে কাজ করছেন এক নারী। বিনয়কাঠি, ঝালকাঠি, ১৮ ডিসেম্বরছবি: সাইয়ান
৮ / ১৫
খেত থেকে তুলে আনার পর ট্রাকে ফুলকপি সাজিয়ে রাখা হচ্ছে। এরপর ট্রাকে পাইকারি হাটে নেওয়া হবে শীতকালীন এ সবজি। মিরপুর, গাবতলী, বগুড়া, ১৮ ডিসেম্বরছবি: সোয়েল রানা
৯ / ১৫
জমি চাষ করছেন কৃষক। আগড়বাড়ি, ঝালকাঠি, ১৮ ডিসেম্বর।ছবি: সাইয়ান
১০ / ১৫
ফসল আনতে ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছেন দুই গাড়োয়ান। চরাঞ্চলে ফসল তোলাসহ নানা কাজে এখনো ঘোড়ার গাড়ি ব্যবহার হয়। বালিয়াডাঙ্গী, ফরিদপুর, ১৮ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
১১ / ১৫
ধান ঝাড়ায় ব্যস্ত দুই নারী। দ্বীপচর, দোগাছি, পাবনা, ১৮ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১২ / ১৫
বড়দিন উপলক্ষে গির্জা প্রাঙ্গণে আলপনা আঁকায় ব্যস্ত কিশোরী ও তরুণীরা। সাধ্বী রীতার গির্জা, মথুরাপুর, চাটমোহর, পাবনা, ১৮ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১৩ / ১৫
মা ও শিশু স্বাস্থ্যসেবায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়। দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, রংপুর, ১৮ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৫
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া কম্বল পেয়ে আনন্দে বাড়ি ফিরছেন বৃদ্ধা বালাশ্বরী। বাহাদুরপাড়া, ঠাকুরগাঁও, ১৮ ডিসেম্বরছবি: প্রথম আলো
১৫ / ১৫
সাপ্তাহিক গ্রামীণ হাটে বাঁশ–বেতের বোনা ঝুড়ি বিক্রি করতে যাচ্ছেন পাহাড়ি নারী। কাউখালী, রাঙামাটি, ১৮ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা