পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চারজন নিহত ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এমন পরিস্থিতিতে রাঙামাটিতে সতর্ক প্রহরায় বিজিবির সদস্যদের দেখা যায়। রাঙামাটি, ২১ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৭
শুরু হয়েছে শিখো-প্রথম আলোর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। হাসন রাজা মিলনায়তন, সুনামগঞ্জ, ২১ সেপ্টেম্বরছবি: খলিল রহমান
৩ / ১৭
বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তীব্র যানজটের সৃষ্টি করে। গাজীপুর, ২১ সেপ্টেম্বরছবি: মাসুদ রানা
৪ / ১৭
তীব্র রোদে প্রসাধন ও গৃহস্থালি মালামালের রং নষ্ট হয়ে যাবে, তাই কাপড় দিয়ে ঢেকে বিক্রি করতে বেড়িয়েছেন এই ফেরিওয়ালারা। রংপুর, ২১ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
বাঁশের কঞ্চি দিয়ে তির-ধনুক তৈরি করে ধানখেতের আইল পথ দিয়ে খেলছে একদল শিশু। রংপুর, ২১ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পটুয়াখালী, ২১ সেপ্টেম্বরছবি: প্রথম আলো
৮ / ১৭
কুমার নদে কারেন্ট জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। নগরকান্দা, ফরিদপুর, ২১ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৯ / ১৭
বাঁশগুলো নেওয়া হবে ফরিদপুরের সদরপুরে। তাই এগুলোকে দিয়ে ভেলা বানিয়ে ভাসিয়ে নেওয়া হবে। নগরকান্দা, ফরিদপুর, ২১ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
১০ / ১৭
নিজের পুকুরের মাছের খাবারের জন্য বিল থেকে শেওলা তুলছেন মৎস্যচাষি জাফর শেখ। সালথা, ফরিদপুর, ২১ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
১১ / ১৭
গ্রাম এলাকায় ঘুরে ঘুরে মাছের পোনা বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। রুই-কাতলা মাছের ৪ থেকে ৫ ইঞ্চি সাইজের পোনা ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। ঠেনঠেনিয়া, সালথা, ফরিদপুর, ২১ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
১২ / ১৭
গবাদিপশুর খাবার ধানের খড় বিক্রি করতে শহরে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। বদরপুর, ফরিদপুর, ২১ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
১৩ / ১৭
ঝিরিঝিরি বৃষ্টি থেকে রক্ষা পেতে মাথায় থার্মোকলের টুকরা ধরে গন্তব্যে ছুটছেন একজন। উকিলপাড়া, নারায়ণগঞ্জ, ২১ সেপ্টেম্বরছবি: দিনার মাহমুদ