প্রশাসনের নজরদারি না থাকায় আবাদি জমি নষ্ট করে ইটভাটা নির্মাণের সংখ্যা বেড়েই চলেছে দিন দিন। যত্রতত্র গড়ে ওঠা এসব অবৈধ ভাটায় আবার কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, তেমনি অন্যদিকে বাড়ছে পরিবেশদূষণ। কুষ্টিয়া পদ্মাঘাট, পাবনা, ৬ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ