একঝলক (২৩ আগস্ট ২০২৪)

১ / ১০
ফেনীতে বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ট্রাকে করে লাইফবোট নেওয়া হচ্ছে। ছোট কুমিরা বাজার, সীতাকুণ্ড, ২৩ আগস্ট
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
২ / ১০
বন্যার পানি নেমে যাওয়ার পর ধসে পড়েছে একটি মাটির ঘর। পুজগাং, পানছড়ি চেঙ্গী ইউনিয়ন, খাগড়াছড়ি
ছবি: জয়ন্তী দেওয়ান
৩ / ১০
বাড়ির চারপাশে বর্ষার পানি। চলাচলের জন্য প্রয়োজন নৌকার। বাজার থেকে সাত হাজার টাকায় এই নৌকা কিনে ভ্যানে করে বাড়ি ফিরছেন এক কৃষক। জামালপুর, বালিয়াকান্দি, রাজবাড়ী, ২৩ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
৪ / ১০
গবাদিপশুর খাদ্য গাছের পাতা কেটে নিয়ে বাড়ি ফিরছেন এই ব্যক্তি। ঈশ্বরপুর, রংপুর, ২৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১০
বিল থেকে শাপলা তুলে বাড়ি ফিরছেন দুই যুবক। শাহবাজপুর, রংপুর, ২৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
হিন্দুধর্মাবলম্বীদের মনসাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা শিল্পী। দক্ষিণ মমিনপুর, রংপুর, ২৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর, ২৩ আগস্ট
ছবি: মাসুদ রানা
৮ / ১০
ঘাঘট নদে মাছ ধরতে জাল ফেলছেন এক মাছশিকারি। বখতিয়ারপুর, রংপুর, ২৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১০
ধান, চাল ও শর্ষে সংরক্ষণের জন্য অনেকেই প্লাস্টিকের ড্রাম ব্যবহার করেন। গ্রামগঞ্জে ফেরি করে প্লাস্টিকের ড্রাম বিক্রির জন্য ঘুরছেন বিক্রেতারা। আকারভেদে প্রতিটি ড্রাম ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করেন তারা। টেংগামাগুর, শাজাহানপুর, বগুড়া, ২৩ আগস্ট
ছবি: সোয়েল রানা
১০ / ১০
আমন ধানের চারা রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষাবাদ করছেন এক কৃষক। সেই জমিতে খাবারের খোঁজে জড়ো হয়েছে একঝাঁক বক। মানিকদিপা, শাজাহানপুর, বগুড়া, ২৩ আগস্ট
ছবি: সোয়েল রানা