একঝলক (৩০ জুলাই ২০২৪)

১ / ১০
মৌসুমের শুরুতে বাজারে পাটের দাম ভালো যাচ্ছে। ঘোড়ার গাড়িতে করে পাট নিয়ে বিক্রি করতে হাটে যাচ্ছেন এক কৃষক। বাজারে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, নর্থ চ্যানেল, সদর উপজেলা, ফরিদপুর, ৩০ জুলাই
ছবি: আলীমুজ্জামান
২ / ১০
দুই বিঘা জমিতে আগাম শীতকালীন ফুলকপির চাষ করেছেন কৃষক রাশেদ খান। কপিখেতে পানি দিচ্ছেন এক শ্রমিক। কৈপুকুর এলাকা, পবা, রাজশাহী, ৩০ জুলাই
ছবি: শহীদুল ইসলাম
৩ / ১০
সুরমা নদীতে নৌকা নিয়ে জাল দিয়ে মাছ শিকার করছেন মৎস্যজীবী। চাঁদনীঘাট, সিলেট, ৩০ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
এক হাতে ছাতা আর এক হাতে লাঠি নিয়ে হাঁসের পালকে খাওয়ানোর জন্য জলাশয়ে ঘুরছেন মো. আলিফ মিয়া। দিন শেষে এই হাঁসের পাল নিয়ে বাড়ি ফিরবেন তিনি। লক্ষ্মীনগর, কুমিল্লা, ৩০ জুলাই
ছবি: এম সাদেক
৫ / ১০
১৮ জুলাই থেকে থেকে ট্রেন বন্ধ। এতে বিপাকে পড়েছেন উপার্জনের জন্য ট্রেনের যাত্রীদের ওপর নির্ভর করা হকারেরা। আয়–রোজগার বন্ধ থাকায় স্টেশনেই বসে বসে দিন কাটাচ্ছেন অনেকে। রেলওয়ে স্টেশন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৩০ জুলাই
ছবি: শিমুল তরফদার
৬ / ১০
দেশের ব্যস্ততম মহাসড়কগুলোর একটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রতি মুহূর্ত চলছে দ্রুতগতির যানবাহন। সেই মহাসড়কে ধান শুকাতে দিয়েছেন এই কৃষক। যেকোনো সময় অসতর্কতার জন্য ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। চাষাপাড়া, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ৩০ জুলাই
ছবি: এম সাদেক
৭ / ১০
কৃষকের ঘরে উঠছে নতুন পাট। দলবেঁধে পাটের আঁশ ছাড়াচ্ছেন নারীশ্রমিকেরা। এ কাজে একেকজন নারীশ্রমিক দিনে ৪০০ টাকা মজুরি পাবেন। আদমপুর, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ৩০ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৮ / ১০
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) সামার স্কুল কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সনদ হাত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম, চট্টগ্রাম, ৩০ জুলাই
ছবি: জুয়েল শীল
৯ / ১০
কাঁঠালগাছে থাকা মৌমাছির চাক কেটে মধু সংগ্রহ করছেন এই মৌয়াল। কোবারু এলাকা, রংপুর, ৩০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১০
একটানা বেশ কয়েক দিন থেকে বৃষ্টি নেই। বৃষ্টিনির্ভর আমনখেতে সেচযন্ত্র দিয়ে পানি দিতে হচ্ছে চাষিদের। হারাটি এলাকা, রংপুর, ৩০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম