একঝলক (১৫ জানুয়ারি ২০২৪)

১ / ৩৫
নতুন বছরে নতুন বই নিয়ে স্কুলে এসে আনন্দের সঙ্গে খেলা, গান ও কবিতায় পড়াশোনা শিখছে শিশুরা। সকালে স্কুলের মাঠে এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা, ১৫ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৩৫
তীব্র শীতে দিশেহারা লোকজন। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সড়কের পাশে ভাসমান দোকানগুলোতে শীতের পুরোনো কাপড় কিনতে নারী–পুরুষের ভিড়। টাউন হল সড়ক, কুমিল্লা, ১৫ জানুয়ারি
ছবি: এম সাদেক
৩ / ৩৫
কনকনে ঠান্ডা উপেক্ষা করে এক কৃষক নিজে মই দিয়ে তাঁর জমি প্রস্তুত করছেন। গরু না থাকায় তিনি নিজেই এ কাজ করছেন। জমি প্রস্তুত করতে কাঠি মই ভালো কাজ করে। বিনয়কাঠি, ঝালকাঠি জেলা, ১৫ জানুয়ারি
ছবি: সাইয়ান
৪ / ৩৫
টমেটোর ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। খেত থেকেই টমেটো ঝুড়ি ভর্তি করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা চলছে। চর মহিদাপুর, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৫ / ৩৫
শীতের সকালে ধান রোপণে ব্যস্ত কৃষকেরা। বিনয়কাঠি, ঝালকাঠি জেলা, ১৫ জানুয়ারি
ছবি: সাইয়ান
৬ / ৩৫
স্কুল ছুটির পর বাড়ির আঙিনায় বসে ফুলের পাপড়ি নিয়ে খেলায় মেতেছে দুই শিশু। কাপ্তান বাজার এলাকা, কুমিল্লা, ১৫ জানুয়ারি
ছবি: এম সাদেক
৭ / ৩৫
কৃষক শফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী রতন বেগম নিজের জমিতে আবাদ করা লালশাক তুলছেন। বর্তমানে প্রতি কেজি লালশাক ৬০ টাকা। আমিরাবাদ, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ৩৫
তীব্র শীতে উত্তরাঞ্চলে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। প্রায় সারা দিনই ফুটপাতে বিক্রি হচ্ছে গরম কাপড়। কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া, ১৫ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৯ / ৩৫
ভোর থেকেই জাহাজের মালামাল ওঠানো ও নামানোর কাজ শেষে বিশ্রাম নিচ্ছেন শ্রমিকেরা। জাঁকিয়ে বসা শীতে গুটিসুটি হয়ে একে অপরের গা ঘেঁষে পাশাপাশি বসেছেন। ৭ নম্বর রুজভেল ঘাট, খুলনা, ১৫ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ৩৫
শীতের সকালে শরীরে কাপড় জড়িয়ে কাজে বেরিয়েছেন তাঁরা। চেলোপাড়া শাহ্ ফতেহ আলী সেতু এলাকা, বগুড়া, ১৫ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১১ / ৩৫
ধান রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন এক কৃষক। চকা বিনয়কাঠি, ঝালকাঠি, ১৫ জানুয়ারি
ছবি: সাইয়ান
১২ / ৩৫
কুয়াশায় ঢাকা শীতের সকালে বিদ্যালয়ের পথে এক শিক্ষার্থী। চেলোপাড়া এলাকা, বগুড়া, ১৫ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৩ / ৩৫
হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকালের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে গায়ে শীতের পোশাক পরে প্রয়োজনের তাগিদে বের হয়েছেন সাধারণ মানুষ। মোলানীপাড়া এলাকা, পঞ্চগড়, ১৫ জানুয়ারি।
ছবি: রাজিউর রহমান
১৪ / ৩৫
চট্টগ্রাম থেকে নদীপথে আসা জাহাজের কয়লা খালাস করছেন নৌবন্দরের শ্রমিকেরা। সি অ্যান্ড বি ঘাট, নৌবন্দর এলাকা, ডিগ্রিরচর, ফরিদপুর, ১৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৫ / ৩৫
নগরের ব্যস্ততম সড়কের মধ্যে অন্যতম হচ্ছে কান্দিরপাড়-রেলস্টেশন সড়কটি। কালীবাড়ির সামনে সড়কের পাশের নালা দীর্ঘদিন পরিষ্কার না করায় নালার দুর্গন্ধময় পানিতে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়ছেন পথচারীরা। কালীবাড়ি এলাকা, কুমিল্লা, ১৫ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৬ / ৩৫
নদীপথে আসা জাহাজ থেকে গম খালাস করছেন শ্রমিকেরা। সি অ্যান্ড বি ঘাট নৌবন্দর এলাকা, ডিগ্রিরচর, ফরিদপুর, ১৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৭ / ৩৫
শীতে কাজ নেই দিনমজুরদের। কাজের আশায় তীব্র শীতের সকালে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাঁরা। বেতপট্টি এলাকা, রংপুর, ১৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ৩৫
শর্ষে ঝাড়াই করছেন দুই গৃহবধূ। বাছের মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ১৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৯ / ৩৫
ধান লাগানোর ভরা মৌসুম চলছে। খেতে চারা রোপণ করতে বীজতলা থেকে ধানের চারা তুলছেন এক কৃষক। রানীগাছা গ্রাম, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ১৫ জানুয়ারি
ছবি: এম সাদেক
২০ / ৩৫
ঘরে উঠছে মুড়িকাটা পেঁয়াজ। খেত থেকে পেঁয়াজ তুলে পরিষ্কার করছেন এক কৃষাণি। বাঘের টিলা এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ১৫ জানুয়ারি
ছবি:আলীমুজ্জামান
২১ / ৩৫
তীব্র শীত আর ঘন কুয়াশায় আলুখেতে রোগবালাই থেকে রক্ষা পেতে ওষুধ স্প্রে করা হচ্ছে। কৃষ্ণপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২২ / ৩৫
জমির চারাগাছ খেয়েছে ছাগল। শাস্তিস্বরূপ খোঁয়াড়ে দিতে ছাগল দুটিকে ধরে নিয়ে যাচ্ছেন জমির মালিক। গাছপাড়া, পাবনা, ১৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২৩ / ৩৫
শীতের সকালে গ্রামের পথে পণ্য বিক্রি করতে ঘুরছেন ফেরিওয়ালা। হরিনারায়ণপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২৪ / ৩৫
কুয়াশার মধ্যে শীত উপেক্ষা করে রান্নার জন্য বাড়ির পাশে জমিতে শাক তুলতে এসেছেন এক নারী। গাছপাড়া, পাবনা, ১৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২৫ / ৩৫
শীতের তীব্রতার সঙ্গে লেপের চাহিদা বাড়ে। ব্যস্ত সময় পার করছেন লেপের কারিগর। জানকী ধাপেরহাট এলাকা, রংপুর, ১৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২৬ / ৩৫
শীতের সকালে গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছেন এক কৃষক। রাসমণি ঘাট এলাকা, চট্টগ্রাম, ১৫ জানুয়ারি
ছবি: জুয়েল শীল
২৭ / ৩৫
শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন শীতার্ত মানুষ। পানবাড়ি এলাকা, রংপুর, ১৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২৮ / ৩৫
দীর্ঘদিন ধরে চলছে পয়োনিষ্কাশনের পাইপ বসানোর কাজ। পাইপগুলো রাখা হয়েছে ব্যস্ত সড়কের ওপরেই। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। নবাব ইউসুফ সড়ক, নয়াবাজার, ঢাকা, ১৫ জানুয়ারি
ছবি : সাজিদ হোসেন
২৯ / ৩৫
পলো বাওয়া উৎসব। মাঘ মাসের প্রথম দিন সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি বড়বিলে ঘটা করে পলো বাওয়া উৎসব উদ্‌যাপিত হয়। ছোট-বড় মাছ ধরে বাড়ি ফেরেন পলো বাওয়ায় অংশ নেওয়া গ্রামের লোকজন। গোয়াহরি বড়বিল, সিলেট, ১৫ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৩০ / ৩৫
শীতের তীব্রতা কিছুটা কমে দেখা মিলেছে সূর্যের। শিশুসহ পোষা বিড়ালকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে উন্মুক্ত স্থানে রোদ পোহাতে বসেছেন এক অভিভাবক। বক্তাবলীর মধ্যনগর এলাকা, নারায়ণগঞ্জ, ১৫ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৩১ / ৩৫
ব্রহ্মপুত্র নদ শুষ্ক মৌসুমে শুকিয়ে গেছে। নদটি খনন করা হলেও মিলছে না সুফল। জয়নুল পার্ক এলাকা, ময়মনসিংহ, ১৫ জানুয়ারি
ছবি: কামরান পারভেজ
৩২ / ৩৫
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তৈরি করা হয়েছিল তোরণ। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পার হয়ে গেলেও নির্দেশনা অমান্য করে এখনো সরানো হয়নি তোরণটি। বক্তাবলী ফেরিঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ১৫ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৩৩ / ৩৫
তীব্র শীত আর হিমেল বাতাসে জবুথবু হয়ে পেঁয়াজ রোপণ করছেন চাষি লালবাবু চন্দ্র। মধ্য বাড়ৈপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩৪ / ৩৫
হাড়কাঁপানো শীতে বোরো ধান রোপণের জন্য কাদাপানিতে নেমে জমি তৈরি করতে হচ্ছে চাষিদের। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩৫ / ৩৫
পাটের দাম একটু চড়া। তাই পাইকারেরা পাট বিক্রি করছেন। প্রতি মণ পাট বিক্রি হচ্ছে প্রকারভেদে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। বৈরাগীগঞ্জ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম