২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

একঝলক (১৮ আগস্ট ২০২৪)

১ / ১১
পরিবেশকর্মী ফকির শহীদুজ্জামানের পুকুরে ফুটেছে শরতের ফুল শাপলা। নবীনগর এলাকা, শেরপুর, ১৮ আগস্ট
ছবি: দেবাশীষ সাহা রায়
২ / ১১
আমন ধান রোপণের ভরা মৌসুম এখন। বীজতলা থেকে কৃষকেরা আমন ধানের চারা তুলছেন। এই চারা রোপণ করবেন খেতে। বিজয়পুর এলাকা, কুমিল্লা, ১৮ আগস্ট
ছবি: এম সাদেক
৩ / ১১
যখন-তখন বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় কাজে বের হওয়া লোকজনকে। স্টেশন রোড, খুলনা, ১৮ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১১
মাটি দিয়ে চায়ের কাপ বানানো শেষে পোড়ানোর জন্য সাজিয়ে রাখছেন একজন মৃৎশিল্পী। বারপাড়া গ্রাম, কুমিল্লা, ১৮ আগস্ট
ছবি: এম সাদেক
৫ / ১১
ভারী বৃষ্টিতে আঞ্চলিক মহাসড়ক বেহাল। সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঢাকা-পেন্নাই-মতলব সড়ক, পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১১
হাওরের স্বচ্ছ পানিতে সাঁতার কাঁটছে রাজহাঁসের দল। বাউয়ারকান্দি হাওর এলাকা, সিলেট, ১৮ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৭ / ১১
হাওরাঞ্চলে এখন চারদিকে পানি। শুকনা বালুর মাঠে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরের দল। বাউয়ারকান্দি হাওর এলাকা, সিলেট, ১৮ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৮ / ১১
ধান ভাঙার কলে ধান ভেঙে টুকরিভর্তি চাল নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছেন তিনজন। বাকগুল হাওর, সিলেট, ১৮ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৯ / ১১
বাজারে বিক্রির জন্য খেত থেকে বরবটি তুলছেন এক চাষি। বাড়ৈপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৮ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
আগে আগে চলছে জমি চাষ, পেছন পেছন ধানের বীজ ছিটাচ্ছেন চাষি। কিছুদিন পর খেত থেকে ধনেপাতা তুলে বিক্রি করবেন। কৃষ্ণপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৮ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১১
ছাগল তো আর সাইকেলে চড়তে পারে না। তাই সেগুলোকে প্লাস্টিকের বড় ব্যাগে ভরে সাইকেলে ঝুলিয়ে হাটে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। পানবাড়ি এলাকা, রংপুর, ১৮ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম