শালবনের ভেতর উঁচু গাছে দল বেঁধে বসে আছে ভুবনচিল। এরা বাংলাদেশের আবাসিক ও শিকারি পাখি। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এ পাখির সংখ্যা অনেক কমে গেছে। বনের ভেতর ফেলা বর্জ্যে এরা খাবার খোঁজে। কর্ণপুর, গোসিঙ্গা, শ্রীপুর, গাজীপুর, ১১ এপ্রিলছবি: সাদিক মৃধা
ঈদের জন্য গৃহবধূর তৈরি পিঠায় ভাগ বসিয়েছে একজোড়া কাঠশালিক। টিনের চালের ওপর শুকাতে দেওয়া পিঠা খাচ্ছে তারা। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১১ এপ্রিলছবি: সাদিক মৃধা
৪ / ১৬
বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা পুরোনো টায়ার কিনে তা পাইকারি দরে বিক্রি করেন অনেক ব্যবসায়ী। টায়ারের ভেতর থেকে ধাতব তার বের করে নেওয়ার পর এর রাবারের অংশ গলিয়ে রাস্তা তৈরির পিচের সঙ্গে মেশানো হয়। বাইপাস, লস্করপুর, পাবনা, ১১ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৫ / ১৬
বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ও মঙ্গল শোভাযাত্রার জন্য নানা প্রস্তুতি চলছে চট্টগ্রাম শহরে। তার মধ্যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি এবং চারুকলার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চারুশিল্পী’র সদস্যদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, ১১ এপ্রিলছবি: সৌরভ দাশ
৬ / ১৬
খুলনার মোস্তর মোড় থেকে বয়রা রায়ের মহল পর্যন্ত সড়কের বেহাল দশা। ভাঙাচোরা সড়কের ধুলায় অতিষ্ঠ এলাকাবাসী ও চলাচলকারীরা। রায়ের মহল, খুলনা, ১১ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৬
চড়কপূজা উপলক্ষে চড়কপাট মাথায় নিয়ে নগর ভ্রমণে বেরিয়েছে সনাতন ধর্মের শিবভক্তরা। এভাবে তাঁরা বিভিন্ন আত্মীয়ের বাড়ি ঘুরে বেড়াবেন। প্রেমকানন সড়ক, বটিয়াঘাটা, খুলনা, ১১ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৬
মহাসড়কে চলাচল নিষিদ্ধ অবৈধ যান নছিমনের পেছনের অংশে গরু নিয়েছেন, আর নিজেরা চড়ে বসেছেন ছাদের ওপর। এভাবে ঝুঁকি নিয়ে চলার সময় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-খুলনা মহাসড়ক, বদরপুর, সদর উপজেলা, ফরিদপুর। ১১ এপ্রিলছবি: আলীমুজ্জামান
৯ / ১৬
গাছি সামাদ শেখ রস আহরণের জন্য তালগাছে হাঁড়ি বাঁধছেন। মুরালি দাহ, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর। ১১ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১০ / ১৬
গত সপ্তাহে জন্ম হয়েছে ক্যাঙারুর বাচ্চাটির। বাচ্চাটি কিছুক্ষণ মায়ের পেটের থলিতে থাকে, আবার কিছুক্ষণ পর মাটিতে নেমে আসে। গত বছরের ২১ অক্টোবর চট্টগ্রাম চিড়িয়াখানায় ছয়টি ক্যাঙারু আনা হয়েছিল। এর মধ্যে দুটি মারা গেছে। চট্টগ্রাম চিড়িয়াখানা, চট্টগ্রাম। ১১ এপ্রিলছবি: জুয়েল শীল
১১ / ১৬
চৈত্রের দাবদাহে জনজীবন দিশাহারা। মানুষের মতো অস্বস্তিতে আছে চিড়িয়াখানায় থাকা প্রাণীরাও। তীব্র গরমে স্বস্তি পেতে খাঁচার ভেতরে থাকা জলাধারে বাঘ শরীর ডুবিয়ে নিচ্ছে। চট্টগ্রাম চিড়িয়াখানা, চট্টগ্রাম। ১১ এপ্রিলছবি: জুয়েল শীল
১২ / ১৬
রিকশায় চড়েও প্রখর রোদ থেকে রক্ষা মিলছে না। তাই মাথায় হাত দিয়েছেন এক পথচারী। সাতমাথা এলাকা, বগুড়া শহর। ১১ এপ্রিলছবি: সোয়েল রানা
১৩ / ১৬
সবুজ ঘাসের মাঠে ডাকছিল শালিক পাখিটি। শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর, ঢাকা। ১১ এপ্রিলছবি: শামসুল হক
১৪ / ১৬
ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক টপকে রাস্তা পার হচ্ছেন এক পথচারী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়, নারায়ণগঞ্জ। ১১ এপ্রিলছবি: দিনার মাহমুদ
১৫ / ১৬
পয়লা বৈশাখে শোভাযাত্রার প্রস্তুতির শেষ পর্যায়ে উদীচী শিল্পগোষ্ঠীর সদস্যরা হাতপাখায় রং করতে ব্যস্ত। বরিশাল কলেজ রোড, বরিশাল। ১১ এপ্রিলছবি: সাইয়ান
১৬ / ১৬
রাখাইন নববর্ষ (মহা সাংগ্রাই ১৩৮৫) উপলক্ষে আয়োজন করা হয় বুদ্ধস্নান ও জলকেলি উৎসব। যেখানে বুদ্ধস্নান ও প্রার্থনা শেষে জলকেলিতে মাতেন রাখাইন তরুণ-তরুণীরা। নবপণ্ডিত বৌদ্ধবিহার, কাতালগঞ্জ, চট্টগ্রাম। ১১ এপ্রিলছবি: সৌরভ দাশ