একঝলক (১২ নভেম্বর, ২০২৪)

১ / ৩০
গ্রামীণ খেতে সোনারঙা ধান। খেতের আইল ধরে ঘরে ফিরছেন কয়েকজন। দড়িপাড়া, গাবতলী, বগুড়া, ১২ নভেম্বর
ছবি: সোয়েল রানা
২ / ৩০
সড়কের ধারে থাকা টিঅ্যান্ডটির ল্যান্ডফোনের কানেকশন বক্স অরক্ষিত অবস্থায় পড়ে আছে। জিগাতলা, ধানমন্ডি, ঢাকা, ১২ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
৩ / ৩০
ফুটপাতে রাখা হয়েছে গাড়ি। এতে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ধানমন্ডি, ঢাকা, ১২ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
৪ / ৩০
গ্রামের পথ ধরে গরু নিয়ে খেতে হালচাষ করতে যাচ্ছেন এক ব্যক্তি। রামচন্দ্রপুর, শাজাহানপুর, বগুড়া, ১২ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ৩০
কাপ্তাই হ্রদে ফোটার অপেক্ষায় শাপলার কলি। কাটাছড়ি, রাঙামাটি, ১২ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৩০
বাঁশ-বেত দিয়ে ঝুড়ি বুনছেন এক কারিগর। কাটাছড়ি, রাঙামাটি, ১২ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ৩০
পথের ধারে বিক্রি হচ্ছে পানিফল। রানীবাজার, কুমিল্লা, ১২ নভেম্বর
ছবি: এম সাদেক
৮ / ৩০
জমি থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন এক কৃষক। পক্ষীফান্দা, রংপুর, ১২ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ৩০
আলুখেতে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। ঈশ্বরপুর, রংপুর, ১২ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ৩০
মাটি দিয়ে দইয়ের কাপ বানিয়ে রোদে শুকাতে দিচ্ছেন এক কারিগর। প্রতিটি কাপ পাঁচ থেকে ছয় টাকায় বিক্রি হয়। বিজয়পুর, কুমিল্লা, ১২ নভেম্বর
ছবি: এম সাদেক
১১ / ৩০
কাঁধে নিয়ে মহল্লায় মহল্লায় গামছা বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। এসব গামছা ২০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করেন তিনি। দামোদর, ফুলতলা, খুলনা, ১২ নভেম্বর।
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ৩০
বালুবোঝাই বাল্কহেড নিয়ে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। সিলেট থেকে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে বালু নিয়ে যাওয়া হয়। চেঙ্গেরখাল নদ, সিলেট, ১২ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৩ / ৩০
শুকিয়ে খাঁ খাঁ করছে মহানন্দা নদী। এই নদীর ভারতের ফুলবাড়ী অংশে রয়েছে একটি বাঁধ। সরদারপাড়া, তেঁতুলিয়া, পঞ্চগড়, ১১ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ৩০
কলসিতে দুধ নিয়ে বিক্রির জন্য যাচ্ছেন গোয়ালিনী। তালতলী, চরবাড়িয়া, বরিশাল, ১২ নভেম্বর
ছবি: সাইয়ান
১৫ / ৩০
সকালের কুয়াশায় ভেজা ফসলি মাঠ। ধানের শিষের ডগায় শিশিরবিন্দু জমে তৈরি হয়েছে অপরূপ দৃশ্য। দাউদপুর, বিরামপুর, দিনাজপুর, ১২ নভেম্বর
ছবি: নূরে আলম সিদ্দিকী
১৬ / ৩০
অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা যাচ্ছে পদ্মা নদীর এপার থেকে ওপারে। দুই পারের কয়েক জেলার মানুষ প্রতিদিন এভাবেই ঝুঁকি নিয়ে পার হন। গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৭ / ৩০
খেতে ভুট্টার বীজ বপন শেষে সার ছিটাচ্ছেন এক কৃষক। চর মাধবদিয়া, ফরিদপুর, ১১ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৮ / ৩০
ট্রেনে ডাব তোলার কাজে ব্যস্ত একদল ব্যবসায়ী। খুলনা থেকে পাইকারি দরে কিনে ট্রেনে এসব ডাব নেওয়া হবে চাঁপাইনবাবগঞ্জ। ফুলতলা স্টেশন, খুলনা, ১২ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ৩০
কার্তিকের শেষে দরজায় কড়া নাড়ছে অগ্রহায়ণ। গ্রামবাংলায় চলছে নবান্নের আমেজ। কাটা ও মাড়াই শেষে চালনি দিয়ে ধান ঝাড়ছেন এক কৃষক। কালারুকা, সিলেট, ১২ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২০ / ৩০
র‍্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন বিশেষ ট্রাইব্যুনালে মামলার জন্য হাজির হন (মাঝে সাদা শার্ট পরিহিত)। ঢাকা, ১২ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
২১ / ৩০
দড়ির সঙ্গে বড় বেলচার মতো ছাঁকনি লাগিয়ে মাটি ও পানির তলদেশ থেকে তুলে আনা হচ্ছে পাথর। উত্তোলন শেষে ভাঙার পর সেই পাথর বিক্রি হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। ডাহুক নদী, কালিতলা, তেঁতুলিয়া, পঞ্চগড়, ১১ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
২২ / ৩০
পশুপাখি থেকে সবজিখেত রক্ষায় পুঁতে রাখা হয় কাকতাড়ুয়া। মানুষের আদল দিতে কাকতাড়ুয়ার মাথায় পরিয়ে রাখা হয়েছে মাথাল। মানসীনগর, সিলেট, ১২ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২৩ / ৩০
আমন খেতের পাশ দিয়ে গরু নিয়ে মাঠে যাচ্ছেন রাখাল। কালারুকা, সিলেট, ১২ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২৪ / ৩০
হাইকোর্টের রায়ে হাইড্রোলিক হর্ন আমদানি ও বিক্রি বন্ধের নির্দেশ থাকলেও, তা বন্ধ হয়নি। রাজধানীর ধোলাইখাল এলাকায় গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানগুলোয় হরদম এ ধরনের নিষিদ্ধ হর্ন বিক্রি হচ্ছে। ঢাকা, ১২ নভেম্বর
ছবি: দীপু মালাকার
২৫ / ৩০
দেশীয়, মৌসুমি কিংবা বিদেশি ফলের বৃহত্তম পাইকারি বাজার পুরান ঢাকার বাদামতলী ফলের আড়তে চলছে নিলামে ফল বেচাকেনা। সারা দেশের পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ীরা ভোর থেকেই ভিড় করেন ঐতিহ্যবাহী এ আড়তে। বাবুবাজার এলাকা, ঢাকা, ১২ নভেম্বর
ছবি: দীপু মালাকার
২৬ / ৩০
সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। নষ্ট হচ্ছে উদ্যানের পরিবেশ। ঢাকা, ১২ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
২৭ / ৩০
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের সামনে কৃত্রিম জলাশয় বেহাল। ময়লা ও বিভিন্ন বর্জ্যের কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে সেই এলাকায়। ঢাকা, ১২ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
২৮ / ৩০
স্বল্প মূল্যে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে ভিড় করেছেন সাধারণ মানুষ। কারওয়ান বাজার, ঢাকা, ১২ নভেম্বর
ছবি: আশরাফুল আলম
২৯ / ৩০
দুপুরের প্রখর রোদ থেকে নিজেকে রক্ষার চেষ্টা। মিরপুর রোড, ঢাকা, ১২ নভেম্বর
ছবি: জাহিদুল করিম
৩০ / ৩০
সিএনজিচালিত অটোরিকশার পেছন ধরে সেই গতির সঙ্গে পাল্লা দিয়ে স্কেটিং করে চলছে কিশোরেরা। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। মিরপুর রোডের ধানমন্ডি গভ. বয়েজ স্কুলের সামনের সড়কে, ঢাকা, ১২ নভেম্বর
ছবি: জাহিদুল করিম