একঝলক (১৪ জুলাই, ২০২৩)

১ / ১৮
আরটিভির সাংবাদিক অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। সার্ক ফোয়ারা, কারওয়ান বাজার, ১৪ জুলাই
ছবি: আশরাফুল আলম
২ / ১৮
কুড়িগ্রামে দুধকুমার ও ধরলা নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। চর লুচনী, বামনডাঙ্গা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ১৪ জুলাই
ছবি: প্রথম আলো
৩ / ১৮
মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছেন এক নারী। গোলাবাড়ী, আদর্শ সদর, কুমিল্লা, ১৪ জুলাই
ছবি: এম সাদেক
৪ / ১৮
কলাগাছের ভেলায় চড়ে গন্তব্যে যাচ্ছে এক শিশু। অরণ্যপুর, আদর্শ সদর, কুমিল্লা, ১৪ জুলাই
ছবি: এম সাদেক
৫ / ১৮
খুলনায় পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। খুলনা পাবলিক কলেজ, ১৪ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
শিশুদের দোলনা কিনতে এসেছেন দুই ক্রেতা। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নষ্ট হয়ে যাওয়া মাইক্রোবাস মেরামত করছেন চালক। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১৮
চাকরির পরীক্ষার জন্য অপেক্ষায় আছেন অংশগ্রহণকারী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মোহাম্মদপুর, ঢাকা, ১৪ জুলাই
ছবি: জাহিদুল করিম
৯ / ১৮
হাসপাতালের বিছানায় শুয়ে আছে ডেঙ্গুতে আক্রান্ত এক শিশু। রোগীর জন্য শয্যা সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতেও বিছানা পেতেছেন অনেকে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১৪ জুলাই
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৮
ছানাদের নিয়ে পানিতে নেমেছে হাঁসটি। এরা পাতিসরালি, ছোট সরালি বা গেছো হাঁস নামেও পরিচিত। সোহাগবাড়ি, ফৈলজানা, চাটমোহর, পাবনা, ১৪ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৮
ধান চাষে লাভ কম, তাই শাকসবজি চাষ করেছেন এই কৃষক। জোতআদম, দাপুনিয়া, পাবনা, ১৪ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৮
গ্রামের ফেরি করে হরেক রকম পণ্য বিক্রি করেন সাইফুল ইসলাম। টাকা ছাড়াও মানুষের মাথার কেটে ফেলা চুল ও অকেজো মুঠোফোনের বিনিময়েও তিনি পণ্য বিক্রি করেন। দড়িকামালপুর, দাপুনিয়া, পাবনা, ১৪ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৮
চট্টগ্রাম অঞ্চলের খেলা দিয়ে শুরু হয়েছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম, ১৪ জুলাই
ছবি: জুয়েল শীল
১৪ / ১৮
তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘরবাড়িতে এখন হাঁটুপানি। পশ্চিম ইচলি, লক্ষ্মীটারী, গঙ্গাচড়া, রংপুর, ১৪ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৮
বাঁশের তৈরি মুরগির খাঁচা বিক্রির জন্য ভ্যানে করে হাটে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কুকরুল, রংপুর, ১৪ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
ঝুঁকিপূর্ণভাবে তিন চাকার যানে গরু নিয়ে যাওয়া হচ্ছে। মীরের চক, শিবগঞ্জ, বগুড়া, ১৪ জুলাই
ছবি: সোয়েল রানা
১৭ / ১৮
মাঠে কাদামাটিতে ফুটবল খেলায় মেতেছে কিশোরেরা। অর্জুনপুর, শিবগঞ্জ, বগুড়া, ১৪ জুলাই
ছবি: সোয়েল রানা
১৮ / ১৮
ছুটির দিনে ক্যারম খেলায় ব্যস্ত শিশুরা। গোয়ালচামট, ফরিদপুর, ১৪ জুলাই
ছবি: আলীমুজ্জামান