মশার উপদ্রব থেকে বাঁচতে খোলা জায়গায় মশারি জড়িয়ে শুয়ে আছে এক পথশিশু। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল নগর, ২৬ জুলাইছবি: সাইয়ান
২ / ১৭
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সারা দেশে শিক্ষকদের অবস্থান। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৬ জুলাইছবি: আশরাফুল আলম
৩ / ১৭
বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ১৫ দিনব্যাপী বরিশাল বিভাগীয় পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলার প্রথম দিন পছন্দের গাছ দেখছে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল নগর, ২৬ জুলাইছবি: সাইয়ান
৪ / ১৭
মশার আতঙ্কে নগরবাসী। পুরান ঢাকার একটি বাণিজ্যিক ভবনের নিচে সাতসকালে মশারি টানিয়ে ঘুমাচ্ছেন দুই ব্যক্তি। পাটুয়াটুলি, ঢাকা, ২৬ জুলাইছবি: দীপু মালাকার
৫ / ১৭
কাঁঠালের মৌসুম প্রায় শেষ। গ্রাম থেকে কাঁঠাল নিয়ে শহরে রওনা হয়েছেন বিক্রেতা ইসমাইল শেখ। আকারভেদে প্রতিটি কাঁঠাল ৫০ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি করবেন তিনি। গঙ্গাবরদি, কানাইপুর, ফরিদপুর, ২৬ জুলাইছবি: আলীমুজ্জামান
৬ / ১৭
ডেঙ্গু জ্বরসহ বিভিন্ন কারণে অসুস্থ রোগীর রক্ত পরীক্ষার ফলাফল জানার জন্য স্বজনের ভিড়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা, ২৬ জুলাইছবি : জাহিদুল করিম
৭ / ১৭
পদ্মা নদী থেকে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালুবোঝাই ১২টি বাল্কহেড দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে নৌ পুলিশ আটক করে। এগুলো পাবনা থেকে বরিশাল যাচ্ছিল। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৬ জুলাইছবি: এম রাশেদুল হক।
৮ / ১৭
ঝিরিঝিরি বৃষ্টি থেকে রক্ষা পেতে সড়ক বিভাজকের ওপর ছাতা মাথায় দিয়ে বসেছেন মুচিরা। মিরপুর-১, ঢাকা, ২৬ জুলাইছবি: আশরাফুল আলম
৯ / ১৭
জমিতে জমে রয়েছে বৃষ্টির পানি। সেখানে খাবারের খোঁজে চলে আসে একজোড়া রাজহাঁস। দড়িনন্দ গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৬ জুলাইছবি: সোয়েল রানা
১০ / ১৭
দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৪ তারিখ থেকে শুরু হয়েছে সাগরে মাছ ধরা। সাগর থেকে ধরা রুপালি ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। জালে ধরা পড়া ইলিশ ট্রলার থেকে তোলা হচ্ছে ভ্যানে। ফিশারিঘাট, চট্টগ্রাম, ২৬ জুলাইছবি: সৌরভ দাশ
রঙিন কাপড় দিয়ে তৈরি হচ্ছে দড়ি। আজ ৭ মহরম থেকে বিহারি সম্প্রদায়ের বানানো দড়ি গায়ে মানত করে পরিধান করবে ১০ মহরম পর্যন্ত। ফেরিঘাট, খুলনা, ২৬ জুলাইছবি: সাদ্দাম হোসেন
কুমিল্লায় কচুরলতির রয়েছে ব্যাপক চাহিদা। এসব লতি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসে পাইকাররা এসে নিয়ে যান। প্রতি কেজি লতি পাইকারি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাইতাইছড়ি বাজার, বরুড়া, কুমিল্লা, ২৬ জুলাইছবি: এম সাদেক
১৫ / ১৭
টাঙ্গাইলের মধুপুর থেকে এসেছে সুমিষ্ট আনারস। প্রতিটি আনারস ৬০ টাকা দরে বিক্রি করা হবে। নাসিরাবাদ, মিঠাপুকুর, রংপুর, ২৬ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৭
রংপুরে বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ মানুষ। কাজের শেষে গরমে অস্থির হয়ে মাথায় পানি ঢালছেন এক শ্রমিক। মর্ডানমোড়, রংপুর, ২৬ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৭
গাছে থোকায় থোকায় ঝুলছে জামরুল। ছোটরা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের বাগান, কুমিল্লা, ২৬ জুলাইছবি: এম সাদেক