একঝলক (২৭ সেপ্টেম্বর ২০২৪)

১ / ৭
রাজনৈতিক সমাবেশের জন্য মাইক লাগানোর প্রস্তুতি। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৭ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ৭
সেতুর ওপর থেকে পানিতে ঝাঁপ দিয়ে দুরন্তপনায় মেতেছে দুই কিশোর। পাকুড়িয়া, গঙ্গাচড়া, রংপুর, ২৭ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৭
বৃষ্টির দিনে ঘরের দাওয়ায় বসে টুপি সেলাই করছেন গৃহিণী। নকশাভেদে একটি টুপি সেলাই করে ৭০০ থেকে ১ হাজার টাকা পান তিনি। সময় লাগে ৫ থেকে ৭ দিন। উত্তর পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ২৭ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৭
জুম পাহাড়ে উৎপাদিত মিষ্টিকুমড়া। প্রতি মণ ৮০০ টাকায় কিনে নিচ্ছেন ব্যবসায়ী। চিম্বুক, বান্দরবান, ২৭ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৫ / ৭
নিজের তৈরি করা বাঁশের গৃহস্থালি পণ্য ফেরি করছেন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি সুজন কুমার দাস। মনোহর, রংপুর, ২৭ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৭
লেপ-তোশকের কারখানায় দরজির কাজ করেন বিউটি বেগম। প্রতিদিন তাঁর আয় ৫০০ থেকে ৬০০ টাকা। আলালপুর, কৈজুরী, ফরিদপুর, ২৭ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৭ / ৭
ছেলে আবদুল্লাহকে সঙ্গে নিয়ে বিল থেকে শাপলা তুলে বাড়ি ফিরছেন কৃষক জলিল শেখ। আলালপুর, কৈজুরী, ফরিদপুর, ২৭ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান