কাপ্তাই হ্রদে ভেসে থাকা কচুরিপানার ওপর উড়ে এসে বসেছে কাক ও বক। লেমুছড়ি, রাঙামাটি, ২৬ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৮
জমি থেকে বাড়িতে নেওয়ার জন্য ভ্যানে তোলা হয়েছে ধান। সেখানে বসেছে দুই শিশু। তেরখাদা, খুলনা, ২৬ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
৪ / ৮
মাঠে ঘাস খাচ্ছে এক জোড়া খরগোশ। র্যাব কার্যালয়ের মাঠ, কুমিল্লা, ২৬ ডিসেম্বরছবি: এম সাদেক
৫ / ৮
আগাম আলু তোলা শেষ হয়েছে। এখন সেই জমিতে মাটির নিচে থেকে যাওয়া আলু খুঁড়ে বের করছে শিশুরা। ঈশ্বরপুর, রংপুর, ২৬ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৬ / ৮
উপসচিব পদে কোটার অবসানের দাবিতে কুমিল্লা নগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কান্দিরপাড় পূবালী চত্বর, কুমিল্লা, ২৬ ডিসেম্বরছবি: এম সাদিক
৭ / ৮
চাষের জন্য জমি প্রস্তুতের কাজ চলছে। শাহনগর, শাজাহানপুর, বগুড়া, ২৬ ডিসেম্বরছবি: সোয়েল রানা
৮ / ৮
সচিবালয়ের ভবনে লাগা আগুন নেভাতে গিয়ে নিহত হন ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান। একমাত্র ছেলেকে হারিয়ে মা নার্গিস বেগমের আহাজারি। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। মিঠাপুকুর, রংপুর, ২৬ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম