রাজবাড়ী সদর উপজেলার আলীপুর থেকে সপ্তাহের প্রতি বুধ ও শনিবার গোয়ালন্দের হাটে বাঁশ দিয়ে তৈরি ঝুড়ি বিক্রি করতে আসেন রতন ব্যাপারী। প্রতিটি ঝুড়ি আকার ও মানভেদে ১০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করেন। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ অক্টোবরছবি: এম রাশেদুল হক
২ / ১৯
উঠানে বসে বাঁশ দিয়ে বাহারি নকশার কুলা বানাচ্ছেন এই ব্যক্তি। একেকটি কুলা বিক্রি হয় ৩০ টাকায়। মালতিনগর, বগুড়া, ২৫ অক্টোবরছবি: সোয়েল রানা
৩ / ১৯
ধলেশ্বরী নদীতে জাল দিয়ে মাছ ধরছেন এই ব্যক্তি। ট্যাংরা ও পুঁটি মাছ ধরা পড়ছে তাঁর জালে। বক্তাবলী ফেরিঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ২৫ অক্টোবরছবি: দিনার মাহমুদ
৪ / ১৯
বিলের পানিতে জাল নিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। নেপালতলী, গাবতলী, বগুড়া, ২৫ অক্টোবরছবি: সোয়েল রানা
৫ / ১৯
কাস্তে ও লাঙল নিয়ে সকাল সকাল খেতে ছুটছেন দুজন কৃষিশ্রমিক। মধ্যনগর, বক্তাবলী, নারায়ণগঞ্জ, ২৫ অক্টোবরছবি: দিনার মাহমুদ
৬ / ১৯
বৃষ্টির সময় জমিতে পানি জমেছিল। এখন পানি নেমে গেছে। সেই কাদায় মাছ ধরতে নেমেছে দুরন্ত শিশুরা। মাইথারদিয়া, দাউদকান্দি, কুমিল্লা, ২৫ অক্টোবরছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৯
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য নিতে ভিড় করছেন মানুষ। আবু নাসের হাসপাতাল মোড় এলাকা, খুলনা, ২৫ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৯
সকালের রোদে নাতিকে নিয়ে বেরিয়েছেন এই ব্যক্তি। হরিদেবপুর, রংপুর, ২৫ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
ধানখেতের আলপথ দিয়ে সাইকেলে সরঞ্জাম নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এই ব্যক্তি। বালাচড়া, রংপুর, ২৫ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১১ / ১৯
রান্নার জন্য বাড়ির পাশে নিচু মাঠ থেকে কলমিশাক তুলছেন এক গৃহবধূ। আদমপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৫ অক্টোবরছবি: আলীমুজ্জামান
১২ / ১৯
তৈরি হচ্ছে বাঁশের মোড়া। একেকটি মোড়া আকারভেদে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। বৈকুণ্ঠপুর, রংপুর, ২৫ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৯
রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে চাপিলা মাছ। শুল্ক পরিশোধের পর এসব মাছ ব্যবসায়ীরা নিয়ে যাবেন বিভিন্ন শহরে। রাঙামাটি, ২৫ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৯
উত্তরাঞ্চলে এ হেমন্তেই বইছে শীতের হাওয়া। তাই চাহিদা বাড়ছে লেপ–তোশকের। গ্রামের পথে রিকশাভ্যানে লেপ-তোশক নিয়ে বিক্রির জন্য ঘুরছেন এই ফেরিওয়ালা। শ্যামপুর, রংপুর, ২৫ অক্টোবরবি: মঈনুল ইসলাম
১৫ / ১৯
কলাবাগানের ফাঁকে আলু রোপণ করা হবে। এ জন্য জমি প্রস্তুত করছেন এক কৃষক। জমিদারপাড়া, রংপুর, ২৫ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৯
বিশাল জমিতে ধনেপাতা চাষ করা হয়েছে। সেই জমিতে পানি সেচ দিচ্ছেন এই কৃষক। কেশবপুর, রংপুর, ২৫ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৯
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সড়কের ওপর গাছ ভেঙে পড়েছে। ডলু ব্রিজ-গোলাঘাট বাজার সড়কের জেলেপাড়া এলাকা, সাতকানিয়া, চট্টগ্রাম, ২৫ অক্টোবরছবি: মামুন মুহাম্মদ
১৮ / ১৯
হেমন্তের ভোরে যাত্রীসহ পাড়ে ভিড়েছে নদী পারাপারের খেয়া। পদ্মা ঘাট, পাবনা, ২৫ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১৯ / ১৯
পূর্বাকাশে ফুটেছে ভোরের আলো। কুয়াশামাখা হেমন্তের ভোরে কাজে বেরিয়েছেন এই রিকশাভ্যানচালক। বয়রা কাশিনাথপুর, পাবনা, ২৫ অক্টোবরছবি: হাসান মাহমুদ