একঝলক (২৩ নভেম্বর ২০২৪)

১ / ১৫
ছোট্ট শিশুটিকে কোলে নিয়েই টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছেন এই নারী। মূলত বাজার খরচ থেকে কিছু টাকা বাঁচাতেই দীর্ঘ সময় সারিতে দাঁড়ানোর কষ্ট করেন নিম্ন ও সীমিত আয়ের এসব মানুষ। লালমাটিয়া, ঢাকা, ২৩ নভেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১৫
ফুলে বসেছে মৌটুসী পাখি। তঞ্চঙ্গ্যাপাড়া, রাঙামাটি, ২৩ নভেম্বর
ছবি:  সুপ্রিয় চাকমা
৩ / ১৫
কুমার নদের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। মাছ জড়ো করে রাখতে নদের গভীর স্থানে গাছের ডালপালা দিয়ে কাঠা ফেলছেন এক জেলে। মদনখালী, ডিক্রির চর, ফরিদপুর, ২৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৫
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের খুলনা পর্বের উদ্বোধনী ম্যাচে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় ও খান বাহাদুর আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা। খুলনা জেলা স্টেডিয়াম, ২৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৫
শৌখিন মাছশিকারিরা টানা ২৫ ঘণ্টা বড়শি দিয়ে মৎস্য প্রকল্প থেকে মাছ ধরছেন। প্রতিটি মাচার ভাড়া (একটি মাচায় একসঙ্গে বসে তিনজন মাছ ধরতে পারেন) ১৮ থেকে ২০ হাজার টাকা। দাউদকান্দি, কুমিল্লা, ২৩ নভেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১৫
তিস্তার চর থেকে কাটা ধান ঘোড়ার গাড়িতে নিয়ে বাড়ি ফিরছেন একজন। গঙ্গাচড়া, রংপুর, ২৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৫
খেত থেকে ক্ষীরা সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। পাইকারি ব্যবসায়ীরা প্রতি কেজি ক্ষীরা খেত থেকে ৪০ টাকায় সংগ্রহ করছেন। খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন প্রতি কেজি ৫০ টাকায়। খুচরা ব্যবসায়ীরা বিক্রি করেন আরও ১০ টাকা বেশিতে। খেতের আলে রাখা ক্ষীরা বাছাই করছেন পাইকারি ব্যবসায়ী মো. শাহ আলম। পশ্চিম হুগুলিয়া, দাউদকান্দি, কুমিল্লা। ২৩ নভেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১৫
সড়কের পাশে বাঁশ-বেতের তৈরি ঝুড়ি বিক্রি করতে বসেছেন একজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী। চোয়ারা বাজার, কুমিল্লা, ২৩ নভেম্বর
ছবি: এম সাদেক
৯ / ১৫
বনমালী শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশনায় ‘সুর-ছন্দে কাব্য’ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। বনমালী শিল্পকলা কেন্দ্র, পাবনা, ২২ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৫
দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্পিডগান দিয়ে যানবাহনের গতি পরীক্ষা করছেন কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা-পুলিশের একজন সদস্য। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা, ২৩ নভেম্বর
ছবি: এম সাদেক
১১ / ১৫
শীতের ভোরে নৌকায় চেপে জুমচাষে যাচ্ছেন পাহাড়ি নারীরা। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৫
সকালের মিষ্টি রোদে বসে আছে বিড়ালটি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ নভেম্বর
ছবি: সাজেদুল আলম
১৩ / ১৫
তিস্তার পাড়ে এক টুকরা জমিতে লাগানো রসুনগাছের পরিচর্যা করছেন একজন নারী। গঙ্গাচড়া, রংপুর, ২৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৫
বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন রাজবাড়ীর কাজী সিদ্দিক। বাগানে ফলের পরিচর্যা করছেন তিনি। রাজবাড়ী, ২১ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক।
১৫ / ১৫
গাজীপুরে বনভোজনের দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস পাশে সরিয়ে রাখা হয়েছে। শ্রীপুর, গাজীপুর, ২৩ নভেম্বর
ছবি: সাদিক মৃধা