প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজশাহী ছাড়তে শুরু করেছে মানুষ। শিরোইল ঢাকা বাস টার্মিনাল, রাজশাহী, ১৩ জুনছবি: শহীদুল ইসলাম
১৮ / ২২
কোরবানির পশু জবাইয়ের জন্য নানা ধরনের ছুরি-কাঁচির প্রয়োজন হয়। তাই কামারপট্টিতে কামারেরা ছুরি-কাঁচি তৈরি করতে ও শাণ দিতে ব্যস্ত সময় পার করছেন। হাটখোলা, বরিশাল, ১৩ জুনছবি: সাইয়ান
১৯ / ২২
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যে রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটতে শুরু করেছে বেশির ভাগ মানুষ। সড়কপথে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে অধিকাংশ মানুষ লঞ্চে নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাটে নামছেন। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ জুনছবি: এম রাশেদুল হক
২০ / ২২
স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে লোকজন। তাই চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রায় সব ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। বেলা সাড়ে তিনটায়। রেলস্টেশন, চট্টগ্রাম, ১৩ জুনছবি: সৌরভ দাশ
২১ / ২২
ঈদের আগে ব্যাংকের শেষ কর্মদিবসে টাকা লেনদেন করতে আসা মানুষের উপচে পড়া ভিড়। সোনালী ব্যাংক প্রধান কার্যালয়, ঝিলটুলী এলাকা, ফরিদপুর, ১৩ জুনছবি: আলীমুজ্জামান
২২ / ২২
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলায় প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ মাঠ। কমলাপুর চাঁদমারী এলাকা, ফরিদপুর, ১৩ জুনছবি: আলীমুজ্জামান