একঝলক (১৫ নভেম্বর ২০২৪)

১ / ১৫
জাল নিয়ে মাছ শিকারে যাচ্ছে এক কিশোরী। মিঠামইন, কিশোরগঞ্জ, ১৪ নভেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
২ / ১৫
রাখালরাসের মধ্য দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের সবচেয়ে বড় উৎসব মহারাসলীলা। কমলগঞ্জ, মৌলভীবাজার, ১৫ নভেম্বর
ছবি: শিমুল তরফদার
৩ / ১৫
কীটপতঙ্গের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াচ্ছে কাঠঠোকরা পাখি। শাজাহানপুর, বগুড়া, ১৫ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ১৫
হেমন্তের বেলা পড়ছে। মাঠে গরু-ছাগল চরিয়ে বাড়িতে ফিরছেন কয়েকজন নারী। নুরুইল বিল, বগুড়া, ১৫ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১৫
বাড়ির গাছের লাউ ভ্যানে সাজিয়েছেন কৃষক মইনউদ্দিন শেখ। বিক্রির জন্য সেগুলো সকাল সকাল নিয়ে যাচ্ছেন বাজারে। ফরিদপুর, ১৫ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৫
ধানমাড়াই শেষ। ফসলের মাঠে খড় শুকাচ্ছেন কৃষক আবদুল লতিফ। দাউদকান্দি, কুমিল্লা, ১৫ নভেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৫
চাতালে ধান শুকানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা। টেবুনিয়া, পাবনা, ১৪ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৫
মাঠ থেকে আমন ধান কেটে মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মালিগাছা, পাবনা, ১৫ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৫
আকাশ রাঙিয়ে উদিত হচ্ছে সূর্য। রক্তিম সূর্যের প্রতিবিম্বে রঙিন হয়েছে পদ্মাও। পদ্মাঘাট, পাবনা, ১৫ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৫
বাড়ির উঠানে বসে সন্তানদের নিয়ে বাঁশের পলো তৈরি করছেন কারিগর কাবুল শেখ। বাজারে একেকটি পলো ৩০০ টাকায় বিক্রি করবেন তিনি। বোকাইল, ফরিদপুর, ১৫ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৫
জমি থেকে ধনেপাতা তুলছেন শ্রমিকেরা। এ কাজের জন্য খাবারের পাশাপাশি দৈনিক ৩০০ টাকা করে মজুরি পান তাঁরা। পবা, রাজশাহী, ১৫ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১৫
নিজের খেত থেকে পুঁইশাক সংগ্রহ করে আঁটি বাঁধছেন এক পাহাড়ি কিষানি। রাঙামাটি, ১৫ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৫
পানির অভাবে শুকিয়েছে তিস্তা নদী। নদীর ওপর দিয়ে মহিষের গাড়িতে করে চরে কাজে যাচ্ছেন কয়েকজন কৃষক। গঙ্গাচড়া, রংপুর, ১৫ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৫
সারা বছরই চাহিদা থাকে মাটির তৈরি দইয়ের পাত্রের। পাত্র তৈরি শেষে সারিবদ্ধভাবে রাখছেন এক কারিগর। কুমিল্লা, ১৫ নভেম্বর
ছবি: এম সাদেক
১৫ / ১৫
জোয়ারের সময় ভৈরব নদের পাড়ে পাতা হয়েছিল জাল। ভাটায় পানি নামার পর জালে আটকে যাওয়া মাছ ধরছেন এক মৎস্যজীবী। খুলনা, ১৫ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন