একঝলক(৩১ জুলাই, ২০২৩)

১ / ১৭
টুকরিতে বিভিন্ন পণ্য নিয়ে বিক্রির জন্য বেড়িয়েছেন এক ফেরিওয়ালা। শাহজালাল সেতু এলাকা, সিলেট, ৩১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
২ / ১৭
পানির ওপর ভেসে থাকে নানা জাতের পোকা। উড়ে উড়ে পোকা শিকার করছে ফিঙে পাখি। সিলেট নগরের টিলাগড় এলাকা, ৩১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৭
বর্ষাকালে গবাদিপশুর খাদ্যের সংকট থাকায় চাহিদা বেড়ে যায় খড়ের। নদীপথে খরচ কম হওয়ায় নৌকায় দূরদূরান্তে খড় পরিবহন করা হয়। পাবনার ভাঙ্গুড়া উপজেলার গুমানী নদীতে। ৩০ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৭
সিলেট নগরের কদমতলী-হুমায়ুন রশীদ চত্বর সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা হয় যানবাহন। ৩১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৭
চাকরি স্থায়ী করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অস্থায়ী কর্মচারীদের ‘আমরণ অনশন’। ৩১ জুলাই
ছবি: আব্দুল্লাহ আল মামুন
৬ / ১৭
সড়কের পাশে বাঁশ ঝুলিয়ে তাতে পাট শুকানো হচ্ছে। এরপর এই পাট চলে যাবে বাজারে। গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক। মৈজদ্দিন মণ্ডল পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী। ৩১ জুলাই
ছবি: এম রাশেদুল হক
৭ / ১৭
পাকুড় ফল প্রায় সব পাখিরই পছন্দের। নদের ধারে পাকুড়গাছে ফল খেতে এসেছে কাঠশালিক। বরামা, শ্রীপুর, গাজীপুর। ৩১ জুলাই
ছবি: সাদিক মৃধা
৮ / ১৭
কাঠ খোদাই করে বিভিন্ন নাম বানিয়ে বিক্রি করেন ওবায়দুর রহমান। প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকা। ৩১ জুলাই
ছবি: এম সাদেক
৯ / ১৭
এলাকায় পানি নেই। তাই পাট জাগ দিতে না পেরে বিভিন্ন স্থান থেকে নসিমনে করে গোয়ালন্দে আনা হচ্ছে। গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক। মৈজদ্দিন মণ্ডল পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী। ৩১ জুলাই
ছবি: এম রাশেদুল হক
১০ / ১৭
সকাল থেকেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। দুপুরে হঠাৎ করে নামে বৃষ্টি। অল্প সময়ের এই স্বস্তির বৃষ্টিতে শিশু-কিশোরেরা ফুটবল খেলায় মেতেছে সড়কে। পূর্ব ইসদাইর, নারায়ণগঞ্জ। ৩১ জুলাই
ছবি: দিনার মাহমুদ
১১ / ১৭
বাঁশের জন্য সমৃদ্ধ এলাকা সাজেক। বাঁশের বিভিন্ন আকার এবং নকশা করা চায়ের কাপ, পানির বোতলসহ হরেক রকম পণ্য তৈরি করে বিক্রির জন্য পসরা সাজিয়ে বসেছেন ত্রিপুরা জনগোষ্ঠীর নারী–পুরুষেরা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক রুইলুই বিজিবি হেলিপ্যাড এলাকা। ৩১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৭
ভরা বর্ষাকালে ধানখেত খরায় ফেটে গেছে। পল্লীমঙ্গল হাট এলাকা, বগুড়া। ৩১ জুলাই
ছবি: সোয়েল রানা
১৩ / ১৭
প্রচণ্ড গরম আর রোদ থেকে বাঁচতে জমিতে লাঠির সঙ্গে ছাতা বেঁধে তা মেলে রাখা হয়েছে। সেই ছাতার ছায়ায় বসে মুলাখেতে আগাম নিড়ানি দিচ্ছেন একদল কৃষক। তেলিহারা গ্রাম, বগুড়া সদর। ৩১ জুলাই
ছবি: সোয়েল রানা
১৪ / ১৭
ভ্রাম্যমাণ ব্যাম্বো টি বিক্রেতা ত্রিপুরা জনগোষ্ঠীর এক তরুণী। পর্যটকদের আকর্ষণের জন্য পসরা সাজিয়ে বসেছেন সড়কে। ব্যাম্বো টির সঙ্গে মুখরোচক খাবারও বিক্রি হয় এখানে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক রুইলুই বিজিবি হেলিপ্যাড জিরো মাইল এলাকা। ৩১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৭
ইচিংবিচিং খেলায় মেতেছে পাহাড়ি শিশুরা। এ খেলা দেখছেন পর্যটনকেন্দ্র দেখতে আসা পর্যটকেরা। সাজেক রুইলুই পর্যটনকেন্দ্র, বাঘাইছড়ি, রাঙামাটি। ৩১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৭
খাল–বিলে নতুন পানি। সেই পানিতে বেড়েছে মাছের আনাগোনা। তাই পেশাদার জেলেরা বিল থেকে জাল দিয়ে মাছ ধরছেন। কাইমউদ্দিন মাতুব্বরের ডাংগী এলাকা, ফরিদপুর। ৩১ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৭
শ্রাবণের বৃষ্টি আর কদম ফুলে শিশুর প্রাণোচ্ছল উচ্ছ্বাস। গার্হস্থ্য অর্থনীতি কলেজ, খুলনা, ৩১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন