কুমার নদে রাতে পেতে রাখা চায়না দুয়ারি জাল থেকে ভোরবেলা মাছ সংগ্রহ করছেন পাড়ের এক বাসিন্দা। ভাটি লক্ষ্মীপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৪ নভেম্বরছবি: আলীমুজ্জামান
২ / ১৮
ধান মাড়াই শেষে ট্রাক্টরে করে খড় নিয়ে যাওয়া হচ্ছে। পশুর খাদ্য হিসেবে খড় ব্যবহার করা হয়। আলীরগাঁও, গোয়াইনঘাট, সিলেট, ১৪ নভেম্বরছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
পানের বরজ পরিচর্যার কাজ করছেন শ্রমিকেরা। প্রতিদিন তাঁরা ৭০০ টাকা মজুরি পান। ছাতিয়া, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল, ১৪ নভেম্বরছবি: সাইয়ান
৪ / ১৮
নৌকা তৈরিতে ব্যস্ত এক কারিগর। সিলেট অঞ্চলে নৌকা কারিগরেরা ‘নাও মিস্ত্রি’ নামে পরিচিত। গোয়াইনঘাট, সিলেট, ১৪ নভেম্বরছবি: আনিস মাহমুদ
গাছে পাকা পাহাড়ি কমলা বাগানির কাছ থেকে কিনে বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন স্থানীয় ব্যবসায়ী। দেওয়ান পাড়া, রাঙামাটি, ১৪ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৮
নওহাটা হাট থেকে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকা মণ দরে ফুলকপি কিনেছেন ব্যবসায়ীরা। সিলেট, ঢাকাসহ সারা দেশে এই হাটের কপি সরবরাহ করা হয়। নওহাটা, রাজশাহী, ১৪ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
৮ / ১৮
বিক্রির জন্য মাশরুম সাজিয়ে রেখেছেন বিক্রেতা। রাঙামাটিতে এ মাশরুমের বেশ চাহিদা রয়েছে। দেওয়ান পাড়া, রাঙামাটি, ১৪ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৮
টিসিবির ট্রাকের অপেক্ষায় ক্রেতারা। কাজীপাড়া, ঢাকা, ১৪ নভেম্বরছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৮
শুকনা ডগায় বসে আছে ফড়িং। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ১৪ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
ভ্যানে খড় বোঝাই করে বিক্রির জন্য নেওয়া হচ্ছে। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ১৪ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৮
জমিতে মুড়িকাটা পেঁয়াজ ও রসুন লাগিয়ে পানি দিচ্ছেন কৃষক নেকের আলী। পবা, রাজশাহী, ১৪ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
১৩ / ১৮
খেত থেকে কলা কেটে স্তূপ করে রাখছেন কৃষকেরা। আড়িয়া, শাজাহানপুর, বগুড়া, ১৪ নভেম্বরছবি: সোয়েল রানা
১৪ / ১৮
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফরিদপুর ডায়াবেটিক সমিতি শহরে শোভাযাত্রা বের করে। মুজিব সড়ক, ফরিদপুর, ১৪ নভেম্বরছবি: আলীমুজ্জামান
১৫ / ১৮
সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। চওড়াপাড়া, রংপুর-দিনাজপুর মহাসড়ক, ১৪ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
বিশুদ্ধ খাবার পানির সংকট মেটাতে খালের পাশে ছোট ছোট কূপ থেকে কলসিতে পানি সংগ্রহ করছেন পাহাড়ি নারী। আমতলী মারমা, বান্দরবান, ১৪ নভেম্বরছবি: মং হাই মারমা
১৭ / ১৮
জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য গাছের শুকনা ডাল কেটে ছোট ছোট টুকরা করছেন এক নারী। মদনখালী, ডিক্রির চর, ফরিদপুর, ১৪ নভেম্বরছবি: আলীমুজ্জামান
১৮ / ১৮
বিক্রির জন্য রাখা পান থেকে বড় বড় পানগুলো বাছাই করছেন এক ব্যবসায়ী। আড়িয়া, শাজাহানপুর, বগুড়া, ১৪ নভেম্বরছবি: সোয়েল রানা