একঝলক (১৮ সেপ্টেম্বর ২০২৪)

১ / ১৩
মধুপূর্ণিমা উদ্‌যাপনে রাজবন বিহার থেকে ধর্মীয় অনুষ্ঠানস্থলে যাচ্ছেন বৌদ্ধধর্মাবলম্বীরা। রাজবন বিহার, রাঙামাটি, ১৮ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৩
কচুরিপানার কারণে নৌপথে চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে। ঘণ্টার পর ঘণ্টা কচুরিপানায় আটকে থাকছে জলযান। তবলছড়ি, রাঙামাটি, ১৮ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৩
ঝোপঝাড়, বনবাধার, গাছে থাকা পিঁপড়ার বাসা থেকে ডিম সংগ্রহে বেরিয়েছেন দুই মৎস্যশিকারি। তাঁরা বড়শি দিয়ে মাছ ধরতে আধার হিসেবে এই পিঁপড়ার ডিম ব্যবহার করেন। চর নসিপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১৭ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৩
বন্যার পানি কমতে শুরু করেছে। এ সময় জলাশয়ে মাছ ধরতে নেমেছেন এক ব্যক্তি। সাওড়াতলি, কুমিল্লা, ১৮ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৫ / ১৩
নারিকেল বিক্রির জন্য নোয়াখালীর সোনাপুর থেকে কুমিল্লা নগরে এসেছেন মাইন উদ্দিন মিয়া। করভবন, কুমিল্লা, ১৮ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৬ / ১৩
পথের ধারে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে দুচালা টিনের ঘর। এই ঘরে অনেকে হাঁস-মুরগি লালন-পালন করেন। ধুনট, বগুড়া, ১৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ১৩
চাতালে ধানের তুষ শুকাচ্ছেন তিন নারী শ্রমিক। তুষ শুকিয়ে তা বিক্রি করা হবে। গোসাইবাড়ি, ধুনট, বগুড়া, ১৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ১৩
মহাসড়কে চলছে নিষিদ্ধ যানবাহন। পাটবোঝাই করে ঝুঁকি নিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চলছে যানবাহনটি। কাউনিয়া, রংপুর, ১৮ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৩
শিকারের অপেক্ষায় বিলের ধারের গাছের ডালে বসে আছে চিল। দক্ষিণ সুরমার পারাইরচর, সিলেট, ১৮ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৩
চাতালে তেজপাতা শুকানো হচ্ছে। কাউনিয়া, রংপুর, ১৮ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৩
পুরোনো পাটের বস্তা ব্যবহার উপযোগী করা জন্য সেলাই করছেন শ্রমিক। শেরপুর, বগুড়া, ১৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১২ / ১৩
মাটির তৈরি হরেক জিনিসপত্রের পসরা সাজিয়েছেন ফুটপাতের ব্যবসায়ী। টেলিফোন ভবনের সামনের সড়ক, কাচারিবাজার, রংপুর, ১৮ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৩
গাছজুড়ে কাঁচা-পাকা ডুমুর ফল। খালোমুখ, দক্ষিণ সুরমা, সিলেট, ১৮ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ