সিএনজিচালিত অটোরিকশা ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন বাসশ্রমিকেরা। রেলগেট এলাকা, রাজশাহী, ১৭ ডিসেম্বরছবি: শহীদুল ইসলাম
৯ / ২২
নির্মাণশ্রমিকেরা পিকআপে ঝুঁকি নিয়ে কাজে যাচ্ছেন। একটু অসতর্কতায় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ ডিসেম্বরছবি: আবদুর রহমান
১০ / ২২
শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসস্ট্যান্ড এলাকা, রাজশাহী, ১৭ ডিসেম্বরছবি: শহীদুল ইসলাম
১১ / ২২
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-উপদেষ্টা-সংসদ সদস্যসহ কয়েক নেতাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব নেতাদের মধ্যে ছিলেন আমির হোসেন আমু ও আব্দুর রাজ্জাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশপথ, ঢাকা, ১৭ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাস
১২ / ২২
প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে নৌকাটি তৈরি করছেন পদ্মাপারের স্থানীয় ব্যক্তিরা। বরাট অন্তারমোড়, রাজবাড়ী, ১৭ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক
১৩ / ২২
পাবনায় যেখানে–সেখানে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। অনুমোদনহীন অবৈধ টিনের চিমনির এসব ভাটায় আইন অমান্য করে কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে পরিবেশদূষণ বাড়ছে। খটখটিপাড়া, চর আশুতোষপুর, পাবনা, ১৭ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১৪ / ২২
পৌষের সকালে নদীর তীরে ধান সেদ্ধ করছেন কোহিনুর বেগম। কচুয়াদহ, শাজাহানপুর, বগুড়া, ১৭ ডিসেম্বরছবি: সোয়েল রানা
১৫ / ২২
পাবনার চরাঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ হয়। চর থেকে লোকালয়ে সেসব ফসল নেওয়ার জন্য ব্যবহৃত হয় ঘোড়ার গাড়ি। নদীর চর থেকে ফসল আনতে যাচ্ছে তেমনি দুটি ঘোড়ার গাড়ি। খটখটিপাড়া, ভাঁড়ারা, পাবনা, ১৭ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১৬ / ২২
সবজির খেতে মাচা দেওয়ার জন্য বাঁশ কেটে আনছেন এক ব্যক্তি। শাজাহানপুর, বগুড়া, ১৭ ডিসেম্বরছবি: সোয়েল রানা
১৭ / ২২
উঁচু–নিচু জমির মাটি কেটে সমান করছেন চাষি। এরপর হালচাষ করে ভুট্টা আবাদ করবেন। আরাজি নিয়ামত, গঙ্গাচড়া, রংপুর, ১৭ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১৮ / ২২
একটি সংগঠনের দেওয়া কম্বল নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, তারাগঞ্জ, রংপুর, ১৭ ডিসেম্বরছবি: প্রথম আলো
১৯ / ২২
জমি থেকে দেশি জাতের বেগুন তুলে পাইকারের কাছে বিক্রি করছেন চাষি। বালাপাড়া, গঙ্গাচড়া, রংপুর, ১৭ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম