একঝলক (১৭ নভেম্বর, ২০২৪)

১ / ২৪
সবুজ শেওলায় ভরা ডোবার পানিতে হাঁসের দল ঘুরে বেড়াচ্ছে। চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১৭ নভেম্বর
ছবি: সাইয়ান
২ / ২৪
মোহাম্মদপুর এলাকায় সড়ক বন্ধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় যানজট। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৭ নভেম্বর
ছবি : সাজিদ হোসেন
৩ / ২৪
রাজধানীর আকাশে গত রাতে দেখা গেছে এমন চাঁদ। মোহাম্মদপুর, ঢাকা, ১৬ নভেম্বর
ছবি: শামছুল হক
৪ / ২৪
সকালের রোদে বসে বাঁশ দিয়ে ঝুড়ি বানাচ্ছেন এক ব্যক্তি। প্রতিটি ঝুড়ি ২০০-৩০০ টাকায় বিক্রি করবেন তিনি। ডলুপাড়া, বান্দরবান, ১৭ নভেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৫ / ২৪
বসে আছে পানকৌড়ি। হাজারি বাঁক, রাঙামাটি, ১৭ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৪
পাহাড়ে আমন ধান কাটা শুরু হয়েছে। দল বেঁধে ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন পাহাড়িরা। ডলুপাড়া, বান্দরবান, ১৭ নভেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৭ / ২৪
হাওর-বিলে পানি কমেছে, কদর কমেছে নৌকার। হাওরের পানিতে পড়ে আছে ভাঙা নৌকা। দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ২৪
মাঠ থেকে আমন ধান কেটে এনে পরিবার নিয়ে মাড়াইয়ের কাজ করছেন এক কৃষক। রুদাঘরা, ডুমুরিয়া, খুলনা, ১৭ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৪
খেত থেকে জ্বালানি সংগ্রহ করছেন এক ব্যক্তি। শায়েস্তাবাদ, বরিশাল, ১৭ নভেম্বর
ছবি: সাইয়ান
১০ / ২৪
নবান্ন উপলক্ষে সাতসকালেই জমে উঠেছে উথলী মাছের মেলা। ১৪ কেজি ওজনের কাতলা মাছ দেখিয়ে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতা সুজন মিয়া। উথলী, শিবগঞ্জ, বগুড়া, ১৭ নভেম্বর
ছবি: সোয়েল রান
১১ / ২৪
সাদা ফুলের ওপর বসেছে প্রজাপতি। জোড়াগেট, খুলনা, ১৭ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৪
মেলা থেকে বড় মাছ কিনে বাড়িতে যাচ্ছেন লিটন মিয়া। উথলী, শিবগঞ্জ, বগুড়া, ১৭ নভেম্বর
ছবি: সোয়ল রানা
১৩ / ২৪
পুকুরের পানিতে ভেসে বেড়াচ্ছে রাজহাঁস। জোড়াগেট, খুলনা, ১৭ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২৪
জমিতে ধান কেটে রাখছেন কৃষক আবু সাঈদ। অরণ্যপুর, কুমিল্লা, ১৭ নভেম্বর
ছবি: এম সাদেক
১৫ / ২৪
মাটি দিয়ে হাঁড়ি তৈরির কাজ চলছে। পালপাড়া, রংপুর, ১৭ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৪
পদ্মা নদীতে মাছ ধরা শেষে তীরে ফিরছেন দুই জেলে। ডিক্রির চর, ফরিদপুর। ১৭ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২৪
বাড়ির আঙিনায় বসে কাঁথা সেলাই করছেন এক নারী। সাহবাজপুর, রংপুর, ১৭ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৪
আলুর বীজ রোপণের মৌসুম শুরু হয়েছে। কৃষক লিটন মিয়া ৪০ শতক জমিতে আলুর বীজ রোপণ করেছেন। বিবির বাজার, কুমিল্লা, ১৭ নভেম্বর
ছবি: এম সাদেক
১৯ / ২৪
পেঁপেগাছে থোকায় থোকায় ঝুলছে ফুল। শিবগঞ্জ, সিলেট, ১৭ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২০ / ২৪
ট্রলারে গাদাগাদি করে পদ্মা নদী পাড়ি দিয়ে চরাঞ্চলে যাচ্ছেন নানা পেশার মানুষ। ডিক্রির চর, ফরিদপুর। ১৭ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
২১ / ২৪
দ্রুততম বাহন হিসেবে একসময় ঘোড়ার গাড়ির প্রচলন ছিল। বর্তমানে শুধু পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির ব্যবহার চোখে পড়ে। চর ঘোষপুর, পাবনা, ১৭ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৪
ভোরে মাছ শিকারের জন্য পদ্মায় গিয়েছিলেন শৌখিন মৎস্যশিকারি। মাছ ধরা শেষে নদীর পাড় ধরে বাড়ি ফিরছেন তিনি। পদ্মাঘাট, পাবনা, ১৭ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
২৩ / ২৪
হেমন্তের সোনালি সকালে নৌকা নিয়ে বের হয়েছেন দুই মাঝি। পদ্মাঘাট, পাবনা, ১৭ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
২৪ / ২৪
দেশের কয়েকটি রেলওয়ে জংশনের মধ্যে লাকসাম রেলওয়ে জংশন গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত এই জংশনে এখনো টার্ন টেবিল দিয়ে রেলের ইঞ্জিন ঘোরানো হয়। লাকসাম, কুমিল্লা, ১৭ নভেম্বর
ছবি: এম সাদেক