মোহাম্মদপুর এলাকায় সড়ক বন্ধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় যানজট। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৭ নভেম্বরছবি : সাজিদ হোসেন
৩ / ২৪
রাজধানীর আকাশে গত রাতে দেখা গেছে এমন চাঁদ। মোহাম্মদপুর, ঢাকা, ১৬ নভেম্বরছবি: শামছুল হক
ট্রলারে গাদাগাদি করে পদ্মা নদী পাড়ি দিয়ে চরাঞ্চলে যাচ্ছেন নানা পেশার মানুষ। ডিক্রির চর, ফরিদপুর। ১৭ নভেম্বরছবি: আলীমুজ্জামান
২১ / ২৪
দ্রুততম বাহন হিসেবে একসময় ঘোড়ার গাড়ির প্রচলন ছিল। বর্তমানে শুধু পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির ব্যবহার চোখে পড়ে। চর ঘোষপুর, পাবনা, ১৭ নভেম্বরছবি: হাসান মাহমুদ
২২ / ২৪
ভোরে মাছ শিকারের জন্য পদ্মায় গিয়েছিলেন শৌখিন মৎস্যশিকারি। মাছ ধরা শেষে নদীর পাড় ধরে বাড়ি ফিরছেন তিনি। পদ্মাঘাট, পাবনা, ১৭ নভেম্বরছবি: হাসান মাহমুদ
২৩ / ২৪
হেমন্তের সোনালি সকালে নৌকা নিয়ে বের হয়েছেন দুই মাঝি। পদ্মাঘাট, পাবনা, ১৭ নভেম্বরছবি: হাসান মাহমুদ
২৪ / ২৪
দেশের কয়েকটি রেলওয়ে জংশনের মধ্যে লাকসাম রেলওয়ে জংশন গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত এই জংশনে এখনো টার্ন টেবিল দিয়ে রেলের ইঞ্জিন ঘোরানো হয়। লাকসাম, কুমিল্লা, ১৭ নভেম্বরছবি: এম সাদেক