একঝলক (৩ জুলাই ২০২৪)

১ / ১৮
বাজারে চলে এসেছে মৌসুমি ফল লটকন। টকমিষ্টি এই ফল অনেকেই পছন্দ করেন। টাউন হল এলাকা, রংপুর, ৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৮
বর্ষার কারণে গরু–ছাগলের দখলে সড়ক। তাই যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। খুলনা-দাকোপ সড়ক, ঘাগড়ামারি, বটিয়াঘাটা, খুলনা, ৩ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৮
গত কয়েক দিনের বৃষ্টিতে পৌরসভার প্রধান সড়কের এমন অবস্থা। দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ধানগড়া বাজার এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ জুলাই
ছবি: সাজেদুল আলম
৪ / ১৮
গাছের পাতা খেতে গাছে চড়েছে ছাগল। ফুলতলা মঠ, বটিয়াঘাটা, খুলনা, ৩ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৮
ভারী বৃষ্টির কারণে নগরের বিভিন্ন পাড়ায় এখনো জমে আছে পানি। এর মধ্যেই খাবার পানি আনতে যাচ্ছেন দুই নারী। সোবহানীঘাট, সিলেট, ৩ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৮
গত তিন দিন বৃষ্টির পর বুধবার সকালে ফুরমোন পাহাড়ে প্রকৃতি এমন রূপ ধারণ করেছে। রাঙামাটি, ৩ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৮
সিলেটে কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তৃতীয় দফা বন্যা দেখা দিয়েছে। বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় এখনো পানি। সোবহানীঘাট এলাকা, সিলেট, ৩ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৮
রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বাড়ার সঙ্গে ভাঙনও বেড়েছে। দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার কয়েক শ পরিবারসহ ভাঙনঝুঁকিতে রয়েছে ৬ ও ৭ নম্বর ফেরিঘাট। গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ জুলাই
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৮
পদ্মা নদীতে পানি বাড়ায় ধরা পড়ছে বিভিন্ন ধরনের মাছ। জেলেরা মাছ শিকারে ব্যস্ত। দৌলতদিয়া ফেরিঘাট এলাকা, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ জুলাই
ছবি: এম রাশেদুল হক
১০ / ১৮
গ্রামীণ মানুষ কলাসহ বিভিন্ন পণ্য বিক্রি করতে শহরে নিয়ে যাচ্ছেন। ঝুলুক্কে পাহাড় এলাকা, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৩ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৮
তিন দিনের ভারী বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভূকশিমইল,মৌলভীবাজার, ৩ জুলাই
ছবি: কল্যাণ প্রসূন
১২ / ১৮
খুলনার একটি কারখানা থেকে মেলামাইন বোর্ডের তৈরি আলমারি ও ড্রেসিং টেবিল সাতক্ষীরায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মেলামাইন বোর্ডের তৈরি এসব আসবাব ২ হাজার ৫০০ টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা পাইকারি দামে নেওয়া হবে। মোহাম্মদ নগর, খুলনা, ৩ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৮
চাষিদের কাছ থেকে লেবু কিনে জড়ো করে রাখা হয়েছে। বড়, মাঝারি, ছোট—এই তিন আকারের লেবু বাছাই করে ব্যাপারীদের কাছে বিক্রি করা হবে। ভিমরুলি বাজার, কীর্তিপাশা, ঝালকাঠি, ৩ জুলাই
ছবি: সাইয়ান
১৪ / ১৮
আষাঢ়ে আকাশে মেঘের ঘনঘটা চলছে। এর মধ্যেও দম ফেলার ফুসরত নেই চাতালশ্রমিকদের। প্রতি মণ ধান শুকিয়ে ৪০ টাকা মজুরি পান তাঁরা। পীরগাছা এলাকা, গাবতলী, বগুড়া, ৩ জুলাই
ছবি: সোয়েল রানা
১৫ / ১৮
কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বিপাকে দিনমজুরেরা। কাজের অপেক্ষায় দিন পার হয়ে যায়, তবু কাজ মেলে না। বেতপট্টি এলাকা, রংপুর, ৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
বর্ষাকালে ছাতার কদর বাড়ে। তাই গ্রাম ঘুরে ঘুরে ছাতা মেরামতের কাজ করছেন কারিগর মোস্তফা শেখ। এতে ৭০০ থেকে ৮০০ টাকা আয় হয় তাঁর। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ৩ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৮
বর্ষায় ফুটেছে নাগলিঙ্গম ফুল। কার্জন হল প্রাঙ্গণ, ঢাকা, ৩ জুলাই
ছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ১৮
মিরনজিল্লা কলোনি উচ্ছেদ না করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিল বের করে মিরনজিল্লা হরিজন সিটি কলোনি ভূমি রক্ষা আন্দোলন। ঢাকা, ৩ জুলাই
ছবি: শুভ্র কান্তি দাশ