নীল অপরাজিতা। কোদলা, তেরখাদা, খুলনা, ১২ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
কুয়াশায় তৃতীয় দিনের মতো দেশের গুরুত্বপূর্ণ দুই নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা ও পাবনার কাজিরহাট রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া ফেরি ঘাট, রাজবাড়ী, ১২ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক
৩ / ১২
শীত থেকে বাঁচতে এক কর্মজীবীর এমন পোশাক। জেলখানা ঘাট, খুলনা, ১২ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
৪ / ১২
হলদে বুক হরিয়াল পাখিরা পাকুড় ফল খেতে এসেছে দল বেঁধে। কাউখালী, রাঙামাটি, ১২ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১২
ভোলার সদর উপজেলার তুলাতুলি খেয়াঘাট থেকে দৌলতখান উপজেলার মদনপুর যেতে জেগে উঠেছে বিস্তীর্ণ বালুচর। দৌলতখান, ভোলা, ১১ ডিসেম্বরছবি: নেয়ামতউল্যাহ
৬ / ১২
হিম সকালে জমিতে ভুট্টার বীজ বুনছেন কিষানি। বাহাদুরসিং, রংপুর, ১২ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
আঙিনায় কোমর তাতে পরনের কাপড় দোপাট্টা বুনছেন তংচংগ্যা জনগোষ্ঠীর এক তরুণী। কাপ্তাই, রাঙামাটি, ১২ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা