একঝলক (২৩ জানুয়ারি ২০২৪)

১ / ২৪
কুয়াশাঢাকা শীতের সকালে বোরো বীজতলায় ছিটানো ধান খাচ্ছে একঝাঁক পাখি। মাথাইল চাপড় গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৩ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২ / ২৪
রাজধানীতে যানজটের ভোগান্তি চলছেই। বাড্ডা, রামপুরা এলাকায় প্রচণ্ড যানজটের কারণে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। রামপুরা এলাকা, ঢাকা, ২৩ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
৩ / ২৪
ফুলে প্রজাপ্রতি। আঙ্গাউড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৪ / ২৪
শীতের তীব্রতা না কমলেও সকালে রোদ উঠেছে, তাই তিস্তার চরে মানুষ কাজে নেমে পড়েছেন। ভুট্টাখেতে কাজ করছেন দুই চাষি। ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২৪
কনকনে শীতেও সাইকেল চালিয়ে কর্মক্ষেত্রে চলেছেন কর্মজীবীরা। পাবনা-ঢাকা মহাসড়ক, মহেন্দ্রপুর, পাবনা, ২৩ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৬ / ২৪
শীতের সকালে জমিতে হালচাষ করতে যাচ্ছেন এই চাষিরা। গজঘণ্টা এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৪
বাংলাদেশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ নেয়। জিলা স্কুল, কুমিল্লা, ২৩ জানুয়ারি
ছবি: এম সাদেক
৮ / ২৪
পাতার আড়ালে ডালে বসে বরই খাওয়ায় মনোযোগী বসন্তবাউরি। গোয়ালখালী, খুলনা, ২৩ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৪
কয়েক দিন আগে পথচারী চলাচলের সময় ভেঙে পড়ে নড়বড়ে সেতুটি। সেতুটি ভেঙে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। হীরাঝিল এলাকা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৩ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১০ / ২৪
শীতের সকালে জমিতে রোপণের জন্য ধানের চারা নিয়ে যাচ্ছেন দুই কৃষক। ফকিরগঞ্জ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২৪
হিমেল হাওয়া আর কুয়াশার কারণে কয়েক দিন ধরে সূর্যের দেখা মেলেনি। হালকা রোদ ওঠায় কারিগরেরা শুকাতে দিচ্ছেন পাঁপড়। জুড়ান মোল্লার পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
১২ / ২৪
রংপুরে শীত বেড়ে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও কিন্ডারগার্টেনগুলো খোলা রয়েছে। তাই শীতের সকালে ছেলেকে কিন্ডারগার্টেনে নিয়ে যাচ্ছেন মা। শিশুটি মায়ের সঙ্গে সাইকেল চালিয়ে যাচ্ছে। খটখটিয়া এলাকা, রংপুর, ২৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৪
কুয়াশাঢাকা শীতের সকালে গ্রামের মেঠো পথ ধরে ছাগল চরাতে যাচ্ছেন এক ব্যক্তি। মণ্ডলধরণ গ্রাম, বগুড়া, ২৩ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৪ / ২৪
উত্তরের জেলা পাবনায় শীত বেড়েই চলেছে। তাই লেপ-তোশকের চাহিদাও বেড়েছে ব্যাপক হারে। শীতের সকালে ভ্যানে করে লেপ-তোশক বিক্রি করতে বের হয়েছেন এই চালক। ঘুরে ঘুরে এসব বিক্রি করেন তিনি। পাবনা-রাজশাহী মহাসড়ক, নুরপুর বাইপাস, পাবনা, ২৩ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২৪
শীত আর কুয়াশার মধ্যে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। সরারচর বুড়িকান্দা এলাকা, বাজিতপুর, কিশোরগঞ্জ, ২৩ জানুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
১৬ / ২৪
পাহাড়ি এলাকায় শীতার্তদের মধ্যে বিতরণের জন্য চাঁদের গাড়িতে করে নেওয়া হচ্ছে কম্বল। ধনেশ চত্বর, বান্দরবান, ২৩ জানুয়ারি
ছবি: মংহাইসিং মারমা
১৭ / ২৪
দিন দিন শীত বেড়েই চলেছে। তাই শীতবস্ত্রের বিকিকিনিও চলছে হরদম। কানটুপি কিনছেন এক তরুণী। ডাকবাংলা, খুলনা, ২৩ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২৪
শীতের মধ্যে কাদাপানিতে নেমে বোরো ধান রোপণ করছেন একদল কৃষক। চব্বিশহাজারী এলাকা, রংপুর, ২৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২৪
কনকনে শীতের সকালে পেটের দায়ে ঠেলা নিয়ে বেরিয়েছেন এক ব্যক্তি। ঠেলার ওপর বসে গন্তব্য যাচ্ছে শিশুটিও। সোনাতলা এলাকা, সিলেট, ২৩ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২০ / ২৪
কুয়াশা না থাকলেও রাত থেকে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে পাবনায়। শীত উপেক্ষা করে জবুথবু হয়ে কাজের সন্ধানে চলেছেন দিনমজুর শ্রমিকেরা। আবদুল হামিদ সড়ক, জেলাপাড়া, পাবনা, ২৩ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৪
শীতে ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবীদের। কুয়াশার মধ্যে নদীতে নৌকা চালিয়ে কাজে যাচ্ছে লোকজন। ফিশারীঘাট এলাকা, চট্টগ্রাম, ২৩ জানুয়ারি
ছবি: সৌরভ দাশ
২২ / ২৪
হাওরের পাশে যাতায়াতের জন্য তৈরি করা হয়েছিল সেতু। সেতুর দুই দিকের সংযোগে মাটি না থাকায় কেউ সেতুর নিচ দিয়ে কেউ আবার এভাবেই টপকে পাড়ি দেন। বর্ণি গ্রাম, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৩ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৪
কনকনে শীতের সকালে কাদাপানিতে নেমে হালচাষ করছেন কৃষক। বালারঘাট এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২৪ / ২৪
সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জের বর্ণি এলাকায় বর্ণি ব্রিজের রেলিংটি দীর্ঘদিন ভাঙা অবস্থায় রয়েছে। ভাঙা স্থানে বাঁশ বেঁধে রাখা হয়েছে। বর্ণি গ্রাম, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৩ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ