একঝলক (৫ জানুয়ারি ২০২৫)

১ / ১৯
ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বালুবাহী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। এই দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। মজিদপুর, পাবনা-ঈশ্বরদী মহাসড়ক, পাবনা, ৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২ / ১৯
বাগানবিলাস ফুলে রঙিন হয়ে উঠেছে গাছের ডালটি। কামিলাছড়ি, রাঙামাটি, ৫ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৯
শীতের সকাল মানেই কুয়াশার চাদরে ঢাকা থাকে প্রকৃতি। তবে প্রকৃতির বিচিত্র খেয়ালে রোববার সকাল থেকে সারা দিন সিলেট ছিল রৌদ্রোজ্জ্বল। এদিন শরতের আকাশের মতো শীতের আকাশে দেখা গেছে কুয়াশামুক্ত সাদা মেঘের ভেলা। মালনীছড়া চা-বাগান, সিলেট, ৫ জানুয়ারি।
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৯
শীতের সকালে নিজের শর্ষেখেত ঘুরে দেখছেন এক কৃষক। মালিগাছা, পাবনা, ৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৯
বিএডিসির বীজ উৎপাদন খামারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে (ধানের চারা রোপণযন্ত্র) বোরো ব্রি ধান ৫০ জাতের চারা রোপণ করছেন এক কৃষক। তাম্বুলখানা, ফরিদপুর, ৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৯
কুয়াশামাখা শীতের ভোরে গায়ে রোদ লাগাতে বসেছে বানরটি। শাহি ঈদগাহ, সিলেট, ৫ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৯
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেশ কয়েক দিনের শৈত্যপ্রবাহ কেটে রোববার সূর্যের আলোর দেখা মেলায় জনজীবনে স্বাভাবিক গতি ফিরতে শুরু করে। তেঁতুলিয়া, পঞ্চগড়, ৫ জানুয়ারি
ছবি: সুমন ইউসুফ
৮ / ১৯
শীতের সকালে ধানের জমিতে পানি দিচ্ছেন একজন। পাশে আরেকজন ব্যস্ত চারা রোপণে। উফতার হাওর, সিলেট, ৫ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৯
গ্যাসসংকটে বাধ্য হয়ে ইট–পাথরের দালানে মাটির চুলায় রান্না করতে হচ্ছে অনেককে। সরবরাহকারী সংস্থা ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন’ সূত্রে জানা যায়, মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ কমে গেছে। সে কারণে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। গেন্ডারিয়া, পুরান ঢাকা, ৫ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
১০ / ১৯
পৌষের রোদমাখা সকালে ফাঁকা সড়ক দিয়ে ছুটে চলেছেন ফেরিওয়ালা। পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৯
দূষণে বিবর্ণ বুড়িগঙ্গা। শীতকালে বুড়িগঙ্গায় পানি কম থাকে। এতে নদীর আসল চেহারা বেরিয়ে আসে। দূষিত ও দুর্গন্ধযুক্ত পানির ওপর দিয়ে চলাচল করছে নৌযানগুলো। পোস্তগোলা, ঢাকা, ৫ জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১৯
ঘন কুয়াশার কারণে চলাচল বন্ধ থাকায় ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা যানবাহনের লম্বা সারি। দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী, ৫ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
১৩ / ১৯
চাতালে শুকানো হচ্ছে ধান। এর মাঝে খেলায় মেতেছে দুই শিশু। নিমতলা, মুন্সিগঞ্জ, ৬ জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ১৯
সবুজে ভরা খেতের বুকে লাঙল কাঁধে নিয়ে চলেছেন কৃষক। গঙ্গাচড়া, রংপুর, ৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৯
ঘন কুয়াশার মধ্যে নষ্ট একটি ভ্যানগাড়িকে আর একটি ভ্যানের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন এক চালক। বদরপুর, ফরিদপুর, ৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৯
খেত থেকে আলু তোলায় ব্যস্ত কৃষকেরা। কুকরুল, বগুড়া, ৫ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৭ / ১৯
কুয়াশাভেজা সকালে ভ্যানে করে নতুন বাসায় নেওয়া হচ্ছে মালামাল। বয়রা, খুলনা, ৫ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ১৯
তীব্র শীতে গায়ে গরম কাপড় জড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিশুটি। বয়রা, খুলনা, ৫ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ১৯
খেত থেকে তোলা আলু বস্তায় ভরে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। কুকরুল, বগুড়া, ৫ জানুয়ারি
ছবি: সোয়েল রানা