একঝলক (২০ নভেম্বর ২০২৪)

১ / ২৪
ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আয়োজনে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০ নভেম্বর
ছবি: জাহিদুল করিম
২ / ২৪
বিড়ালছানাদের মা বিড়ালের আদর। মিরপুর, ঢাকা, ২০ নভেম্বর
ছবি: শামসুল হক টেংকু
৩ / ২৪
প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে রিকশাচালকেরা দয়াগঞ্জ মোড়ে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। দয়াগঞ্জ, ঢাকা, ২০ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
৪ / ২৪
পথের ধারে কেটে রাখা কলাগাছের ওপর বসে হাসি–আনন্দে মেতেছে শিশুরা। নিত্তিপোতা, ধুনট, বগুড়া, ২০ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ২৪
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটজন সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাইকোর্ট মাজার গেট, ঢাকা, ২০ নভেম্বর
ছবি: আশরাফুল আলম
৬ / ২৪
জলাভূমিতে খাবারের খোঁজে একটি শামুকখোল পাখি। বিলচাপড়ি, ধুনট, বগুড়া, ২০ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ২৪
বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আদালতে হাজির করার পর কারাগারে নিয়ে যাওয়া হয়। সিএমএম কোর্ট, ঢাকা, ২০ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাস
৮ / ২৪
উড়ে যাচ্ছে টিয়া পাখির বড়সর একটি ঝাঁক। আপার পেরাছড়া, খাগড়াছড়ি, ২০ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৪
ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। টিসিবি ভবন, কারওয়ান বাজার, ২০ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
১০ / ২৪
ভৈরব নদে খেয়া পার হয়ে খেলনা বিক্রি করতে যাচ্ছেন এক ব্যক্তি। বার্মাশিল ঘাট, খুলনা, ২০ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৪
নদ-নদীতে পানি কমায় ধরা পড়ছে প্রচুর মাছ। কুমার নদে নৌকায় বসে বড়শি ফেলে মাছ শিকার করছেন এক মৎস্যশিকারি। শোভারামপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২০ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১২ / ২৪
ট্রলারে ঘুরে পাটকাঠি বিক্রি করছেন ব্যবসায়ীরা। পানের বরজের জন্য সেই পাটকাঠি কিনছেন একজন। ছত্রকান্দা, ঝালকাঠি, ২০ নভেম্বর
ছবি: সাইয়ান
১৩ / ২৪
পেঁয়াজের বীজ (দানা) উৎপাদনে ফরিদপুরের বেশ খ্যাতি রয়েছে। মৌসুমের শুরুতে দল বেঁধে কৃষকেরা খেতে বীজ পেঁয়াজ রোপণ করছেন। অম্বিকাপুর, ফরিদপুর, ২০ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২৪
সবুজ পাতার ফাঁকে ফুটে রয়েছে হলুদ রংয়ের শসা ফুল। মিরসরাই, খৈয়াছড়া, চট্টগ্রাম, ২০ নভেম্বর
ছবি: ইকবাল হোসেন
১৫ / ২৪
শীতের আগমনে এখন পিঠার মৌসুম। পিঠা বানানোর মাটির খোলা বিক্রি বেড়েছে। মানভেদে প্রতিটি খোলা বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকায়। পৈলানপুর, পাবনা, ২০ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২৪
বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে নেমেছে শিশু–কিশোরেরা। গোয়ালপাড়া, দিঘলিয়া, খুলনা, ২০ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২৪
যুগের পরিবর্তনে কৃষিক্ষেত্রেও এখন ব্যবহৃত হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। দিনে দিনে হারিয়ে গেছে প্রাচীন ঐতিহ্য এই হালের লাঙল। তবে গ্রামাঞ্চলে এখনো হঠাৎ দেখা মেলে গরু দিয়ে হালচাষের এমন দৃশ্য। কুয়াশামাখা সকালে জমিতে হালচাষে ব্যস্ত কৃষক। বাইপাস, ঈশ্বরদী, পাবনা, ২০ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২৪
ধানের বীজতলা তৈরি করছেন একজন চাষি। নাজিরদিগর, রংপুর, ২০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২৪
শিম ফুলের মধু খাচ্ছে প্রজাপতি, সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দী করছেন একজন। শালবাগান, রাজশাহী, ২০ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
২০ / ২৪
ভ্যানে চড়ে দলবেঁধে বিদ্যালয়ে যাচ্ছে শিশু শিক্ষার্থীরা। মুন্সিরহাট, রংপুর, ২০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৪
শীত মৌসুমের শুরুর দিকেই নিম্ন আয়ের মানুষেরা শীতবস্ত্র কিনতে ভিড় জমাচ্ছেন সড়কের পাশের ভ্রাম্যমাণ দোকানগুলোয়। লিবার্টি মোড়, কুমিল্লা, ২০ নভেম্বর
ছবি: এম সাদেক
২২ / ২৪
জলাশয়ে ফুটে আছে সাদা শাপলা। ফুলের ওপর উড়ে এসে বসেছে একটি ফড়িং। বাইশটিলা, সিলেট, ২০ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৪
চেঙ্গেরখালের বুক চিড়ে চলছে বালুবাহী নৌকা। বাউয়ারকান্দি, সিলেট, ২০ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৪
পাকা ধানের শিষে ডানা মেলে বসে আছে ফড়িং। নীলগাঁও, সিলেট, ২০ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ