কাটা ডালে বসেছে ফড়িং। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার নুরনগর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।
২ / ১৬
বুনো গাছের ফুলে এসে বসেছে প্রজাপতি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১৬
দিঘির ওপর কাটা গাছে মাছের অপেক্ষায় বসে আছে মাছরাঙা। ছবিটি গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদরের বিন্নাটি এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।
৪ / ১৬
কাঁচা ধান কেটে নৌকায় করে নিয়ে যাচ্ছে এক কৃষক। ছবিটি গতকাল বুধবার সকালে কিশোরগঞ্জের নিকলীর মোহরকোনা এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।
৫ / ১৬
কলাবতী ফুল। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন ডিসি গার্ডেন থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল।
৬ / ১৬
গরম বাড়ার সঙ্গে সঙ্গে হাতপাখার চাহিদা বেড়েছে। তালপাতার হাতপাখা বিক্রি করছেন এই বিক্রেতা। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনা রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।
৭ / ১৬
টিনের চালের কাছেই ধরেছে আমঝুম ফল। ছোট আকারের এই ফল থোকায় থোকায় ধরে। ঝোপঝাড়েই জন্মায় এই গাছ। ফলগুলো কাঁচা অবস্থায় সবুজ, আধপাকার সময় কমলা আর পেকে গেলে কালচে লাল রঙের হয়। স্বাদে কিছুটা বুনো গন্ধযুক্ত মিষ্টি হয়। ছবিটি খুলনা প্রেসক্লাবের পাশ থেকে আজ বৃহস্পতিবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন।
৮ / ১৬
কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছেন এই রিকশাচালক। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরের ডিসি লেকপাড় থেকে তোলা। ছবি: সাইয়ান
৯ / ১৬
সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইনে রেলসেতুর সংস্কারকাজ চলেছে দীর্ঘদিন ধরে। গতি কমিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে ট্রেন। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১০ / ১৬
বিলে মাছ ধরার জন্য কোমরপানিতে নেমে জাল ফেলছে এক কিশোর। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালেরমুখ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১১ / ১৬
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে এভাবেই স্তূপ করে রাখা আছে মাটি। বৃষ্টিতে সে মাটি কাদায় পরিণত হয়েছে। গাছের গোড়ায় দেওয়ার জন্য আনা এই মাটি অনেক দিন থেকে এভাবেই উদ্যানজুড়ে পড়ে আছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১৬
বেতন না পাওয়া এবং কারখানার স্থান বদল করা হচ্ছে—এমন অভিযোগ তুলে রাজধানীর এলিফ্যান্ট রোডের হেক্সা নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরি রোড অবরোধ করে রাখেন। ছবি: আবদুস সালাম
১৩ / ১৬
কয়েক দিন টানা বৃষ্টির পর আবার শুরু হয়েছে দাবদাহ। গরমে হাঁসফাঁস করছে রাজধানীবাসী। একটু স্বস্তি পেতে বারবার পানিতে নামছে নগরের শিশুরা। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ১৬
ক্ষতিগ্রস্ত হাওরবাসীর সাহায্যার্থে তহবিল সংগ্রহে নেমেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে তহবিল সংগ্রহের কর্মসূচি শুরু হয়। ছবি: আবদুস সালাম
১৫ / ১৬
কয়েক দিন টানা বৃষ্টির পর আবার শুরু হয়েছে দাবদাহ। গরমে একটু স্বস্তি পেতে পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছে একটি শালিক পাখি। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ১৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে শখের আলোকচিত্রীদের সংগঠন ‘এনথুশিয়াস্ট ফটোগ্রাফার্স’ আয়োজিত ‘ইন্সপায়ার’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ছবি: প্রথম আলো