প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৬ জেলায় বিভিন্ন প্রকল্প/কার্যক্রমের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্থানীয় তাঁতীদের বোনা ঐতিহ্যবাহী মসলিন শাড়ি উপহার দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ঢাকা, ১ অক্টোবর। ছবি: পিআইডি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলায় সাজার রায়ের প্রতিবাদে গণ-অনশন কর্মসূচি পালন করছেন দলটির নেতা-কর্মীরা। মহানগর নাট্যমঞ্চ, গুলিস্তান, ঢাকা, ১ নভেম্বর। ছবি: লুৎফরজামান
৫ / ১৭
গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার দেখাতে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। আদালতের আদেশের পর মইনুল হোসেনকে কারাগারে নিয়ে যাওয়া হয়। ঢাকা, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার
৬ / ১৭
প্রথম আলোর ২০ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের মিলনায়তনে পত্রিকাটির প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন সম্পাদক মতিউর রহমান। ঢাকা, ১ নভেম্বর। ছবি: প্রথম আলো
৭ / ১৭
প্রথম আলোর ২০ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের মিলনায়তনে পত্রিকাটির প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে প্রথম আলোর ১৫২ জন প্রতিনিধি ও ১৪ জন আলোকচিত্রী অংশ নেন। ঢাকা, ১ নভেম্বর। ছবি: প্রথম আলো
৮ / ১৭
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে আসছে শিক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। ঢাকা কলেজিয়েট স্কুল, সদরঘাট, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার
৯ / ১৭
আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে বাবাকে দেখে চোখের জল ফেলছে নূরুন নাহার ও তার মা আলেয়া বেগম। ‘পুলিশ বাবাকে ধরে নিয়ে গেছে শুনে গতকাল থেকে কিছুই খায়নি মেয়ে’ আক্ষেপ করে বলছিলেন আলেয়া। মিরপুরবাসী চালক নজরুল ইসলামকে ওয়ারী থানা থেকে রাজনৈতিক মামলা দেখিয়ে আদালতে নেওয়া হচ্ছে। সিএমএম কোর্ট, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার
১০ / ১৭
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যায়। এর আগে ‘দেশ ও মানুষের স্বার্থে কার্যকর ফলপ্রসূ সংলাপ চাই’ শীর্ষক পোস্টার তুলে ধরেছেন এই ব্যক্তি। গণভবন, ঢাকা। ছবি: দীপু মালাকার।
১১ / ১৭
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে যোগ দিতে গণভবনে যাচ্ছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আবদুল মঈন খান। গণভবনের সামনে, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার।
১২ / ১৭
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ সন্ধ্যায়। সংলাপে যোগ দিতে গণভবনে যাচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গণভবনের সামনে, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার।
১৩ / ১৭
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে যোগ দিতে গণভবনে যাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী। গণভবনের সামনে, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার।
১৪ / ১৭
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে যোগ দিতে গণভবনে যাচ্ছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গণভবনের সামনে, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার।
১৫ / ১৭
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ সন্ধ্যায়। সংলাপে যোগ দিতে গণভবনে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। গণভবনের সামনে, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার।
১৬ / ১৭
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে যোগ দিতে গণভবনে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণভবনের সামনে, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার।
১৭ / ১৭
আওয়ামী লীগ সভানেত্রী ও ১৪ দলীয় জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ। গণভবন, ১ নভেম্বর। ছবি: বাসস