সুরমা পাড়ের সবজিখেত

গত কয়েক বছরের মতো এবারও সিলেটের সুরমা নদীর চর ও নদীর পারে স্থানীয় কৃষকেরা শীতকালীন সবজি চাষ করেছেন। সবুজে ভরা সবজিখেত দেখে চোখ জুড়িয়ে যায়। সিলেট সদরের টুকের বাজার থেকে ইনাতাবাদ ও দক্ষিণ সুরমার খানুয়া গ্রাম পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় নানা ধরনের সবজি চাষ হচ্ছে। শীতের মৌসুমে সবজির চাহিদা থাকায় বাজারে দাম ভালো পাওয়া যায়।

১ / ১২
নদীর পার ও চরে সবজিখেত।
২ / ১২
নিজের ফুলকপিখেত পরিচর্যা করছেন এক চাষি।
৩ / ১২
বিস্তীর্ণ নদীতীরে রোপণ করা হয়েছে ফুলকপির চারা।
৪ / ১২
নদীপারে তাকালেই দেখা মেলে নানা জাতের সবজিখেত।
৫ / ১২
কোদাল নিয়ে সবজিখেতে কাজে এসেছেন এক ব্যক্তি।
৬ / ১২
খেত থেকে শাক তোলা হয়েছে। এখন সেখানে ফুলকপির চারা রোপণ করা হচ্ছে।
৭ / ১২
টমেটোগাছে ফলন এসেছে।
৮ / ১২
সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এক চাষি।
৯ / ১২
সবজিখেতে সেচ দেওয়ার জন্য নদীতে নামানো হচ্ছে সেচযন্ত্র।
১০ / ১২
অভিভাবকের সঙ্গে সবজিখেতে এসেছে এই শিশু।
১১ / ১২
সুরমাপারে লাউ ও বেগুনখেত।
১২ / ১২
শীতে পানি নেমে যাওয়ার পর প্রতিবছর সুরমাপার ও চরে শীতকালীন সবজি চাষ করেন চাষিরা।