জব্বারের বলীখেলা
যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর প্রেরণা থেকে চট্টগ্রামের বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার প্রচলন করেন এই বলীখেলার।। ১৯০৯ সালে লালদীঘি ময়দানে এই বলীখেলার সূচনা হয়। এ দেশ থেকে ব্রিটিশরা বিদায় নেওয়ায় শতবর্ষ পরেও জমজমাট আয়োজন হয় বলীখেলার। সোমবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির চত্বরে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৩তম আসরের আয়োজন করা হয়। এই বলীখেলায় এবার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল (চ্যালেঞ্জিং বাউট), সেমিফাইনাল ও ফাইনালে (চ্যাম্পিয়ন বাউট) মোট ৭২ জন বলী অংশ নেন। শেষ মুহূর্তে পয়েন্ট ভিত্তিতে তারেকুল ইসলাম জীবনকে বিজয়ী ঘোষণা করেন খেলার রেফারি আবদুল মালেক।
১ / ১৪
২ / ১৪
৩ / ১৪
৪ / ১৪
৫ / ১৪
৬ / ১৪
৭ / ১৪
৮ / ১৪
৯ / ১৪
১০ / ১৪
১১ / ১৪
১২ / ১৪
১৩ / ১৪
১৪ / ১৪