কোম্পানীগঞ্জে দুর্ভোগে বানভাসি মানুষ

সিলেটে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সব কটি উপজেলা। কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা এখন পানির নিচে। উপজেলা সদরের প্রধান সড়কগুলো উপচে পানি বইছে। তলিয়ে যাওয়া সড়কে নৌকায় চলাচল করছেন বাসিন্দারা। ঢলের পানি ঢুকে পড়ছে বসতবাড়িতেও। অনেকেই ছুটছেন আশ্রয়কেন্দ্রে। গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছেন বানভাসি মানুষ। উপজেলার রাউটি হাওরের দক্ষিণ বুড়দেও গ্রামের অনেক পরিবার পানিবন্দী হয়ে দিন কাটাচ্ছেন। সব মিলিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন কোম্পানীগঞ্জের বানভাসি মানুষ।

১ / ৯
কোম্পানীগঞ্জ থানাবাজার সড়কে চলছে নৌকা
২ / ৯
তেলিখাল এলাকায় ঢলের পানি ঠেলে নৌকায় চলাচল
৩ / ৯
পানি বাড়লেই তলিয়ে যাবে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক
৪ / ৯
হাঁস–মোরগ নিয়েও বিপাকে মানুষ
৫ / ৯
ঘরের সামনে পানি। ময়লা-আবর্জনা ঠেকাতে লাঠি হাতে বড়দেও গ্রামের এই নারী
৬ / ৯
চুলা তলিয়েছে পানিতে। চেয়ারে চুলা বসিয়ে রান্না
৭ / ৯
গবাদিপশু নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা
৮ / ৯
ঘরে-বাইরে পানি। শিশুসন্তানকে আগলে রেখেছেন মা
৯ / ৯
বানভাসিরা ছুটছেন আশ্রয়কেন্দ্রে