শীতে রাতে গ্রামে বাতি জ্বালিয়ে ফুটবল খেলা

শীতের রাতে গ্রামের খালি জমিতে বাতি জ্বালিয়ে ফুটবল খেলায় মেতে ওঠেন একদল যুবক। সেই খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সের লোকজন। কিছুক্ষণ পরপর তাঁদের উল্লাস–হর্ষধ্বনিতে মুখর হয়েছে পুরো এলাকা। চট্টগ্রামের পটিয়া পাইকপাড়া এলাকায় ফুটবল খেলার ছবি নিয়ে এই ছবির গল্প

১ / ৮
শীতের রাতে খালি জমিতে বাতি জ্বালিয়ে ফুটবল খেলা
২ / ৮
তীব্র শীতের মধ্যেও খেলা দেখতে ভিড় করেন অনেকে
৩ / ৮
কিছুক্ষণ পরপর দর্শকদের উল্লাসের মেতে উঠছে পুরো এলাকা
৪ / ৮
চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা
৫ / ৮
বাতি জ্বালিয়ে ফুটবল খেলা চলে বেশ রাত অবধি
৬ / ৮
গোলরক্ষকের সতর্কতা
৭ / ৮
গোলের চেষ্টা
৮ / ৮
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা